পৃথিবীর গতি কাকে বলে? পৃথিবীর গতি কত প্রকার ও কি কি?

পৃথিবীর গতি কাকে বলে?


পৃথিবী স্থির নয়। মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পৃথিবী সূর্যের চারদিকে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে। এছাড়া লাটিমের মতো পৃথিবী নিজ অক্ষে সদা ঘূর্ণায়মান। এটি প্রত্যহ নিজ অক্ষের উপর ঘুরছে এবং সাথে সাথে সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে। এই পরিভ্রমণ করাকেই পৃথিবীর গতি বলে।

পৃথিবীর গতি কত প্রকার ও কি কি?


পৃথিবীর গতি প্রধানত দুই প্রকার। যথাঃ

১. আবর্তন বা আহ্নিক গতি
২. পরিক্রমণ বা বার্ষিক গতি

আবর্তন বা আহ্নিক গতি:



পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই গতি পশ্চিম থেকে পূর্বের দিকে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে হয়ে থাকে। পৃথিবীর আহ্নিক গতির অক্ষ উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে ভূপৃষ্ঠকে ছেদ করে। নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি।

Diurnal_motion

অন্যভাবে বললে বলা যায়, পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার উপর পশ্চিম থেকে পূর্বদিকে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড অর্থাৎ, প্রায় ২৪ ঘণ্টায় একবার আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আবর্তন বা আহ্নিক গতি বলে।

পরিক্রমণ বা বার্ষিক গতি:



পৃথিবী নিজের মেরুরেখার চারদিকে ঘুরতে ঘুরতে একই নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, পৃথিবীর এই গতিকে পরিক্রমণ বা বার্ষিক গতি বলে।

annual_motion

অন্যভাবে বললে বলা যায়, পৃথিবী নিজ অক্ষে ২৪ ঘণ্টায় একবার আবর্তনের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট পথে বছরে একবার সূর্যের চারদিকে পরিভ্রমণ করে। একে পরিক্রমণ বা বার্ষিক গতি বলে। সূর্যকে একবার পরিভ্রমণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে।