Article কাকে বলে? Article কত প্রকার ও কি কি?

Article (পদাশ্রিত নির্দেশক) বলতে কি বোঝায়?

যে Word কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝায় তাদেরকে Article বলে । সংক্ষেপে a, an, এবং the কে Article বলে।

উদাহরণ :

  1. This is a book.
  2. That is a pen.
  3. This is a boy.
  4. This is a girl.
  5. This is an apple.

Article (পদাশ্রিত নির্দেশক) কে কয় ভাগে ভাগ করা হয়েছে?

Article (পদাশ্রিত নির্দেশক) কে দুই ভাগে ভাগ করা হয়েছে।

  1. Indefinite Article (অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক)
  2. Definite Article (নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক)

Indefinite Article (অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক) বলতে কি বোঝায়?

Indefinite Article (অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক): যে Article কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বুঝায় তাকে Indefinite Article বলে । সংক্ষেপে a এবং an কে Indefinite Article বলে । কারণ a এবং an কোন কিছুকে অনির্দিষ্ট করে বুঝায়।

উদাহরণ :

  1. This is a dog.
  2. That is a pen.
  3. This is a hen.
  4. This is a doll.
  5. This is an apple.

Definite Article (নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক) বলতে কি বোঝায়?

Definite Article (নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক): যে Article কোন ব্যক্তি বস্তুু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায় তাকে Definite Article বলে । সংক্ষেপে The কে Definite Article বলে । কারণ The কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝায়।

উদাহরণ :

  1. The pen is new.
  2. The book is old.
  3. The man who came here yesterday.
  4. The cow is white.
  5. The girl who sang a song yesterday morning.