পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য উপসাগর।
উপসাগর | সমুদ্রের সাথে সংযোগ | দেশের নাম |
---|---|---|
কার্পেন্টারিয়া উপসাগর | আরাকুরা সাগর | আরাকুরা সাগর |
বোথনিয়া উপসাগর | বাল্টিক সাগর | সুইডেন ও ফিনল্যান্ড |
রিগা উপসাগর | বাল্টিক সাগর | এস্টোনিয়া ও ল্যাটভিয়া |
মার্তাবান উপসাগর | বঙ্গোপসাগর | মায়ানমার |
ড্যারিয়েন উপসাগর | ক্যারিবিয়ান সাগর | পানামা ও ভেনেজুয়েলা |
মান্নার উপসাগর | ভারত মহাসাগর | ভারত ও শ্রীলঙ্কা |
পানামা উপসাগর | প্রশান্ত মহাসাগর | পানামা |
আলাস্কা উপসাগর | প্রশান্ত মহাসাগর | কানাডা ও আমেরিকা |
আমুন্ডসেন উপসাগর | বিউফোর্ট সাগর | কানাডা |
ক্যালিফোর্নিয়া উপসাগর | প্রশান্ত মহাসাগর | মেক্সিকো |
পাপুয়া উপসাগর | কোরাল সাগর | পাপুয়া নিউ গিনি |
হন্ডুরাস উপসাগর | ক্যারিবিয়ান সাগর | হন্ডুরাস |
জোসেফ বোনাপর্তে উপসাগর | ভারত মহাসাগর | পশ্চিম অস্ট্রেলিয়া |
গেবস উপসাগর | ভূমধ্যসাগর | লিবিয়া ও তিউনিসিয়া |
লায়নস উপসাগর | ভূমধ্যসাগর | ফ্রান্স ও স্পেন |
সির্তে উপসাগর | ভূমধ্যসাগর | লিবিয়া |
সেন্ট লরেন্স উপসাগর | উত্তর আটলান্টিক মহাসাগর | কানাডা |
থাইল্যান্ড উপসাগর | প্রশান্ত মহাসাগর | থাইল্যান্ড ও কম্বোডিয়া |
অ্যাকাবা উপসাগর | লোহিত সাগর | মিশর ও ইজরায়েল |
তাতারি উপসাগর | জাপান সাগর | রাশিয়া |
স্যান জর্জ উপসাগর | দক্ষিন আটলান্টিক মহাসাগর | আর্জেন্টিনা |
স্যান সার্তিয়াস উপসাগর | দক্ষিন আটলান্টিক মহাসাগর | আর্জেন্টিনা |
বো হাই উপসাগর | হলুদ সাগর | চীন |
কচ্ছ উপসাগর | আরব সাগর | ভারত |
খাম্বাত উপসাগর | আরব সাগর | ভারত |
ওমান উপসাগর | আরব সাগর | ওমান ও ইরান |
অ্যাডেন উপসাগর | আরব সাগর | ইয়েমেন |
পারস্য উপসাগর | আরব সাগর | ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, UAE |
মেক্সিকো উপসাগর | আটলান্টিক মহাসাগর | মেক্সিকো ও আমেরিকা |