ঠোঁটে লিপস্টিক বেশিক্ষণ ধরে রাখার কয়েকটি টিপস।

মেয়েরা কোথাও বেরবে সেটাও আবার লিপিস্টিক ছাড়া। এটা ভাবাই যাই না। সে সাজ হোক হালকা বা ভারী লিপিস্টিক তো থাকবেই।

কিন্তু লিপস্টিক ঠোঁটে থাকলে তো। কিচ্ছুক্ষণ পর উঠে যায়। ওঠে গেলে আবার লিপিস্টিক লাগাও।

এজন্য বাইরে বেরলে ব্যাগে সবসময় লিপিস্টিক থাকাই চাই। এই সমস্যা অনেকেরই আছে।

তাই আজ তোমাদের বলবো কিভাবে ঠোঁটে বেশিক্ষণ লিপিস্টিক রাখা যায়।

নিচে লিপস্টিক বেশিক্ষণ ঠোঁটে রাখার কয়েকটি উপায় দেওয়া হলো-

  • তার আগে লিপিস্টিক লাগানোর নিয়ম জানতে হবে। লিপস্টিকের ওপর যদি লিপ গ্লোস লাগান তাহলে লিপস্টিক বেশিক্ষণ থাকে।
  • মাঝে মাঝে বা লিপিস্টিক লাগানোর আগে নরম ব্রাশ দিয়ে ঠোঁট আস্তে আস্তে ঘষুন। এতে ঠোঁটের ওপরে থাকা মৃত কোষ উঠে যাবে। লিপস্টিকও অনেকক্ষণ থাকবে।
  • ঠোঁট সহজে আর্দ্রতা হারালে এবং লিপস্টিক তাড়াতাড়ি ওঠে যায়। তাই ঠোঁট কখনও শুকনো রাখবেন না। লিপ বাম বা ময়শ্চারাইজারে দিয়ে রাখুন ঠোঁটে।
  • দেওয়ালে যেমন রঙের আগে প্রাইমার করে নিলে রং ভাল ধরে, ঠিক তেমনি ঠোঁটের বেলায়ও লিপস্টিক লাগানোর আগে মেক আপ প্রাইমার লাগিয়ে নিন।
  • চেষ্টা করুন গাঢ় শেডের লিপস্টির ব্যবহার করতে। একান্তই গাঢ় শেড পছন্দ না হলে সিলিকন আছে এমন লিপস্টিক ব্যবহার করুন।

    সিলিকন দীর্ঘ সময় ধরে লিপস্টিককে ধরে রাখতে সাহায্য করে।

  • লিপস্টিক লাগানোর আগে ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে লিপস্টিক ঠোঁটে বেশিক্ষণ থাকবে।

সবসময় ভালো মানের অর্থাৎ ব্রান্ডের লিপিস্টিক ব্যবহার করার চেষ্টা করুন। শুধু লিপিস্টিক নয় মেকাপের প্রত্যেকটা জিনিস ভালো মানের হওয়া উচিত।