চোখে কন্ট্যাক্ট লেন্স পরলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

চোখের মেকআপের জন্য তো আমরা কত কিছু ব্যবহার করি। কাজল, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার, কনট্যাক্ট লেন্স ইত্যাদি। আপনার যদি কনট্যাক্ট লেন্স পরার অভ্যাস থাকে। কন্ট্যাক্ট লেন্স পরার সময় কিছু নিয়ম মনে রাখতে হবে। কন্ট্যাক্ট লেন্স পরলে চোখের যত্ন নিতে হবে পাশাপাশি যত্ন নিতে হবে লেন্সেরও।

আসুন এবার জেনে নেওয়া যাক, চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার কারীদের যে বিষয়গুলো সর্বদা খেয়াল রাখা উচিত-

  • সব সময়ই লেন্স পরা এবং খোলার আগে অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
  • ৮-১০ ঘণ্টার বেশি সময় কন্ট্যাক্ট লেন্স পরে থাকা উচিত নয়। তবে ভুল করেও লেন্স পরে ঘুমাবেন না।
  • খেয়াল রাখতে হবে ডান ও বাম দিকের লেন্স গুলিয়ে ফেলা যাবে না।
  • লেন্স পরা অবস্থায় চোখ ঘষা যাবে না।
  • কন্টাক্ট লেন্স কখনোই পানিতে ভেজানো ঠিক না। কারণ পানিটা নিজেই সংক্রমিত হয়ে অতি ক্ষুদ্র জীবাণু লেন্সে লেগে থেকে কর্নিয়ার আলসার সৃষ্টি করতে পারে।
  • গোসল বা সাঁতারের আগে লেন্স খুলে নিতে হবে।
  • চোখে আইলাইনার বা মাশকারা ব্যবহার করতে হলে অবশ্যই আগে লেন্স পরে নিয়ে তারপর চোখের মেকআপ করতে হবে।
  • চোখ যদি লালচে হয়ে ওঠে, চোখ যদি জ্বালা করতে থাকে, তাহলে লেন্স খুলে রাখুন। প্রয়োজন হলে চোখের চিকিৎ​সকের কাছে যান।
  • অনলাইনে কন্টাক্ট লেন্স কেনার সুযোগ বেড়েছে। কিন্তু সাবধান। চোখের চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী আপনার জন্য উপযোগী লেন্সের বিষয়ে নিশ্চিত হয়েই লেন্স কিনুন।

কাদের জন্য কন্টাক্ট লেন্স নিরাপদ নয়?

যাদের চোখে অ্যালার্জি আছে, বেশি ধুলাবালির মধ্যে যারা কাজ করেন, চোখের যত্নে যারা উদাসীন, চোখ বারবার লাল হয় বা পানি পড়ে এমন ব্যক্তিদের কন্টাক্ট লেন্স না পরা ভালো।