গাছ লাগানোর গল্প।
গাছ লাগানো
—————————
সোমা আপার পড়ানো শেষ। একটু পরেই ছুটি হবে। ক্লাসের সবাই উসখুস করছে।
সোমা আপা: শোনো, আজ একটা ভারি মজার দিন।
নিনা: কী মজার দিন আপা?
সোমা আপা: আজ গাছ লাগানোর দিন। গাছ লাগানোর উৎসব।
রবি: গাছ লাগাতে হবে কেন আপা?
সোমা আপা: গাছ যে আমাদের কতো কাজে লাগে। ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়।
তিশা: হ্যাঁ, তাই তো।
সোমা আপা: চলো তোমাদের ক্লাসের সামনে। সেখানে বাগানে নতুন গাছ লাগাব।
সকলে: চলো সবাই।
ওরা সবাই মিলে ক্লাসের সামনে এলো। দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা বাগানে। যার যার বাগানে কাজ করছে।
হাসি-খুশিতে মেতে আছে সবাই। ওরাও বাগানে নেমে গেল।
খুরপি, বালতি, মগ সব কাছেই ছিল। ওরা সবাই মিলে মাটি খুড়ল। গাছ লাগাল।
সোমা আপা: যাও রানা এবার পানি আনো।
রানা: তিশা চলো না ভাই, পানি আনি।
ওরা পানি আনল। সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল।
ওরা রোজ গাছে পানি দেয়। গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে।
ওদের মন খুশিতে ভরে ওঠে।