গর্ভাবস্থায় সপ্তাহ অনুযায়ী ভ্রুণ বা বাচ্চার আকার ও ওজন।

গর্ভাবস্থায়, আপনি দেখতে পাবেন আপনার শিশু আপনার গর্ভের ভিতরে (জরায়ুতে) বেড়ে ওঠার সাথে সাথে আপনার বাম্প আরও বড় হয়ে উঠছে।

তবে এটি আপনাকে আপনার শিশুর আসল আকার সম্পর্কে ধারণা দেওয়ার সম্ভাবনা নেই কারণ শিশুটি এমনিওটিক ফ্লুয়াইড দ্বারা বেষ্টিত। নীচের ভ্রূণের বিকাশের চার্ট আপনাকে গর্ভাবস্থার আট সপ্তাহ থেকে জন্ম লাভ করা পর্যন্ত গড় শিশুর দৈর্ঘ্য এবং ওজন জানাবে।

নারীর জীবনের গুরুত্বপূর্ণ সময় হল গর্ভাবস্থা। শুধু নারী নয়, তার শিশুর জীবন কীভাবে গড়ে উঠবে তা অনেকটাই নির্ভর করে এ সময়ের ওপরে। সৃষ্ট-জগতের সবচাইতে অসাধারণ প্রক্রিয়া বোধহয় গর্ভধারণ এর মাধ্যমে একজন মানুষের সৃষ্টি- একটি মানব শিশুর জন্ম।

ছোট্ট অতি ক্ষুদ্র শুক্রাণু ও ডিম্বাণুর মিলন থেকে একটি রক্তবিন্দুর গঠন – তারপর ছোট্ট নরম তুলতুলে এক মানবশিশু। ভ্রূণ থেকে একজন পূর্ণ মানব শিশুতে পরিণত হওয়ার এই অনন্য- অসাধারণ প্রক্রিয়া গর্ভধারণের আট সপ্তাহ থেকে জন্মের সময় পর্যন্ত ঘটে থাকে।

একজন মহিলার গর্ভধারণ থেকে শিশুজন্মের মাঝে মোট সময় মোটামুটি ৪০ সপ্তাহ।

সর্বশেষ স্বাভাবিক মাসিক (মেনসচুরাল পিরিয়ড) থেকে সাধারণত সময়টি গননা করা হয়। দিনের হিসেবে বলা যেতে পারে ২৫০ থেকে ২৮৫ দিন ।

মোট সময়কালকে তিনটি ট্রাইমেস্টারে ভাগ করা হয়; ১ম, ২য় ও ৩য় ট্রাইমেস্টার। গর্ভধারনের ১ম থেকে ১৩ সপ্তাহকে ধরা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। ২য় ট্রাইমেস্টার ১৪ থেকে ২৬ সপ্তাহ এবং ৩য় বা শেষ ট্রাইমেস্টার ২৭ সপ্তাহ থেকে বাচ্চা জন্মের আগ পর্যন্ত সময়কাল।

গর্ভাবস্থাকালীন, আপনার বাচ্চা আপনার গর্ভের (জরায়ু) অভ্যন্তরের  বিকশিত হওয়ার সাথে সাথে আপনি নিজের পরিবর্তন হতে দেখবেন।

40 সপ্তাহের মধ্যে, গড় শিশুর ওজন 3.5 কেজি (7.6 এলবি) হয়, এবং মাথা থেকে গোড়ালি পর্যন্ত প্রায় 51.2 সেমি (20.2in) লম্বা হয়।

wombsize

পূর্ণ মেয়াদে আপনার বাচ্চা 5 পাউন্ডের চেয়ে কম বা 9 এরও বেশি ওজনের হতে পারে।
ভ্রূণের বৃদ্ধির চার্ট:

বয়সদৈর্ঘ্য (ইঞ্চি)ওজনদৈর্ঘ্য (সেমি)ভর
8 সপ্তাহ0.63 ইঞ্চি0.04 আউন্স1.6 সেমি1 গ্রাম
9 সপ্তাহ0.90 ইঞ্চি0.07 আউন্স2.3 সেমি2 গ্রাম
10 সপ্তাহ1.22 ইঞ্চি0.14 আউন্স3.1 সেমি4 গ্রাম
11 সপ্তাহ1.61 ইঞ্চি0.25 আউন্স4.1 সেমি7 গ্রাম
12 সপ্তাহ2.13 ইঞ্চি0.49 আউন্স5.4 সেমি14 গ্রাম
13 সপ্তাহ2.91 ইঞ্চি0.81 আউন্স7.4 সেমি23 গ্রাম
14 সপ্তাহ3.42 ইঞ্চি1.52 আউন্স8.7 সেমি43 গ্রাম
15 সপ্তাহ3.98 ইঞ্চি2.47 আউন্স10.1 সেমি70 গ্রাম
16 সপ্তাহ4.57 ইঞ্চি3.53 আউন্স11.6 সেমি100 গ্রাম
17 সপ্তাহ5.12 ইঞ্চি4.94 আউন্স13 সেমি140 গ্রাম
18 সপ্তাহ5.59 ইঞ্চি6.70 আউন্স14.2 সেমি190 গ্রাম
19 সপ্তাহ6.02 ইঞ্চি8.47 আউন্স15.3 সেমি240 গ্রাম
20 সপ্তাহ6.46 ইঞ্চি10.58 আউন্স16.4 সেমি300 গ্রাম
20 সপ্তাহ10.08 ইঞ্চি10.58 আউন্স25.6 সেমি300 গ্রাম
21 সপ্তাহ10.51 ইঞ্চি12.70 আউন্স26.7 সেমি360 গ্রাম
22 সপ্তাহ10.94 ইঞ্চি15.17 আউন্স27.8 সেমি430 গ্রাম
23 সপ্তাহ11.38 ইঞ্চি1.10 পাউন্ড28.9 সেমি501 গ্রাম
24 সপ্তাহ11.81 ইঞ্চি1.32 পাউন্ড30 সেমি600 গ্রাম
25 সপ্তাহ13.62 ইঞ্চি1.46 পাউন্ড34.6 সেমি660 গ্রাম
26 সপ্তাহ14.02 ইঞ্চি1.68 পাউন্ড35.6 সেমি760 গ্রাম
27 সপ্তাহ14.41 ইঞ্চি1.93 পাউন্ড36.6 সেমি875 গ্রাম
28 সপ্তাহ14.80 ইঞ্চি2.22 পাউন্ড37.6 সেমি1005 গ্রাম
29 সপ্তাহ15.2 ইঞ্চি2.54 পাউন্ড38.6 সেমি1153 গ্রাম
30 সপ্তাহ15.71 ইঞ্চি2.91 পাউন্ড39.9 সেমি1319 গ্রাম
31 সপ্তাহ16.18 ইঞ্চি3.31 পাউন্ড41.1 সেমি1502 গ্রাম
32 সপ্তাহ16.69 ইঞ্চি3.75 পাউন্ড42.4 সেমি1702 গ্রাম
33 সপ্তাহ17.20 ইঞ্চি4.23 পাউন্ড43.7 সেমি1918 গ্রাম
34 সপ্তাহ17.72 ইঞ্চি4.73 পাউন্ড45 সেমি2146 গ্রাম
35 সপ্তাহ18.19 ইঞ্চি5.25 পাউন্ড46.2 সেমি2383 গ্রাম
36 সপ্তাহ18.66 ইঞ্চি5.78 পাউন্ড47.4 সেমি2622 গ্রাম
37 সপ্তাহ19.13 ইঞ্চি6.30 পাউন্ড48.6 সেমি2859 গ্রাম
38 সপ্তাহ19.61 ইঞ্চি6.80 পাউন্ড49.8 সেমি3083 গ্রাম
39 সপ্তাহ19.96 ইঞ্চি7.25 পাউন্ড50.7 সেমি3288 গ্রাম
40 সপ্তাহ20.16 ইঞ্চি7.63 পাউন্ড51.2 সেমি3462 গ্রাম
41 সপ্তাহ20.35 ইঞ্চি7.93 পাউন্ড51.7 সেমি3597 গ্রাম
42 সপ্তাহ20.28 ইঞ্চি8.12 পাউন্ড51.5 সেমি3685 গ্রাম