কম্পিউটার সফটওয়্যার কি? সফটওয়্যার কত প্রকার ও কি কি?

কম্পিউটার সফটওয়্যার কি?


কম্পিউটার সফটওয়্যার (Computer software) বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি, যার সাহায্যে কম্পিউটারে নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায়।

PC-Software

অর্থাৎ, কম্পিউটার সফটওয়্যার হলো কম্পিউটারের কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন। যা কম্পিউটার কে নির্দেশ করে কি কাজ করতে হবে? কিভাবে কাজ করতে হবে?

কম্পিউটার সফটওয়্যার কত প্রকার ও কি কি?


কম্পিউটার সফটওয়্যার প্রধানত ৩ প্রকার। যথাঃ

১. সিস্টেম সফটওয়্যার
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
৩. প্রোগ্রামিং সফটওয়্যার

সিস্টেম সফটওয়্যার:



System software

যেসব কম্পিউটার সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য নকশা করে তৈরি করা হয়েছে সেসব সফটওয়্যার কে সিস্টেম সফটওয়্যার বলা হয়।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার:



Application software

যে সকল কম্পিউটার সফটওয়্যার মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সাহায্য করে সে সকল কম্পিউটার সফটওয়্যার কে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলা হয় যা বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম। সংক্ষেপে অ্যাপ্লিকেশন বা অ্যাপ (App) ডাকা হয়ে থাকে।

প্রোগ্রামিং সফটওয়্যার:



Programming software

প্রোগ্রামিং সফটওয়্যার হলো এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম অথবা অ্যাপ্লিকেশন যা সফটওয়্যার উন্নয়নকারীগণ ব্যবহার করে থাকেন কোনো সফটওয়্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ অথবা অন্য প্রোগ্রাম বা এপ্লিকেশনগুলোকে সহযোগিতা করতে।

সাধারণ অর্থে এটি বোঝায় সাধারণ প্রোগ্রাম যা একত্র করা হয়েছে প্রদত্ত একটি নির্দিষ্ট কাজ সম্পাদনার জন্য, যেমনটা একজন ব্যক্তি একটি যন্ত্র দিয়ে একাধিক যন্ত্রাংশ ঠিক করতে পারে।