অন্তু ও পিঁপড়ার গল্প।
পাঁচ বছরের একটি ছেলে অন্তু মিষ্টি খেতে অনেক ভালোবাসে। একদিন কোনো কারণে মিষ্টিতে পিঁপড়া ছিল। মিষ্টি খাওয়ার সময় পিঁপড়াটি অন্তুর জিহ্বায় কামড় দিল। সেদিন থেকে অন্তু দুই চোখে পিঁপড়া দেখতে পারে না। সুযোগ পেলেই দু-একটা করে পিঁপড়া মারার চেষ্টা করে। ছোট মনের প্রতিশোধ আরকি।
একদিন সে ফন্দি আঁটল, কীভাবে অনেক পিঁপড়া মারা যায়। সে ফ্রিজ থেকে এক টুকরা মিষ্টি এনে বাইরে রাখল। কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ারা মিষ্টির লোভে ভিড় জমাল আর অন্তু পিঁপড়া গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করল। মজা দেখার জন্য একটু কাছে গিয়ে অন্তু দেখল, মানুষ ঘরে আগুন লাগলে যেমন ছোটাছুটি করে, পিঁপড়াগুলোও সেভাবে ছোটাছুটি করছে।
তার মনে হলো, যেন পিঁপড়াগুলো তাকে বলছে ‘আমাদের মেরো না, আমরা তোমার ক্ষতি করিনি।’ এই দৃশ্য অন্তুর মনে খুব করে নাড়া দিল। সে ভাবল, কোনো একটি পিঁপড়া ভুল করে কামড় দিয়েছিল, সব পিঁপড়াই তো আর কামড় দেয়নি। সে পিঁপড়া মেরে মোটেও ভালো করছে না।
এরপর থেকে অন্তু আর কোনো দিন পিঁপড়া মারেনি। এখন তাকে প্রায়ই দেখা যায় ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে পিঁপড়াদের গর্তের কাছে রাখতে। পিঁপড়াদের সঙ্গে যেন তার কত দিনের সখ্য।