মানবদেহের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন ও উত্তর।
হাড় সংখ্যা = ২০৬
পেশী সংখ্যা = ৬৩৯
কিডনি সংখ্যা = ২
দুধের দাঁত সংখ্যা = ২০
পাঁজরের সংখ্যা = ২৪ (১২ জোড়া)
হার্ট চেম্বার নম্বর = ৪
বৃহত্তম ধমনী = অর্টা
সাধারণ রক্তচাপ = ১২০/৮০ এমএমএইচজি
রক্ত পিএইচ = ৭.৪
মেরুদণ্ডের কলামে মেরুদণ্ডের সংখ্যা = ৩৩
ঘাড়ে মেরুদণ্ডের সংখ্যা = ৭
মাঝের কানে হাড়ের সংখ্যা = ৬
মুখে হাড় সংখ্যা = ১৪
মস্তকটিতে হাড়ের সংখ্যা = ২২
বুকে হাড় সংখ্যা = ২৫
বাহুতে হাড়ের সংখ্যা = ৬
মানুষের বাহুতে পেশী সংখ্যা = ৭২
হৃদয়ে পাম্প সংখ্যা = 2
বৃহত্তম অঙ্গ = ত্বক
বৃহত্তম গ্রন্থি = লিভার
বৃহত্তম কোষ = মহিলা ডিম্বাশয়
ক্ষুদ্রতম কোষ = শুক্রাণু
ক্ষুদ্রতম হাড় = মাঝের কানের স্ট্যাপস
প্রথম প্রতিস্থাপন অঙ্গ = কিডনি
ছোট অন্ত্রের গড় দৈর্ঘ্য = 7 মি
বড় অন্ত্রের গড় দৈর্ঘ্য = 1.5 মি
নবজাতকের শিশুর গড় ওজন = 3 কেজি
এক মিনিটে নাড়ির হার = times২ বার
সাধারণ শরীরের তাপমাত্রা = ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড (৯৮.৪ চ °)
গড় রক্তের পরিমাণ = ৪ থেকে ৫ লিটার
লাইফটাইম লাল রক্ত কণিকা = ১২০ দিন
লাইফটাইম শ্বেত রক্ত কণিকা = ১০ থেকে ১৫ দিন
গর্ভাবস্থা সময়কাল = ২৮০ দিন (৪০ সপ্তাহ)
মানুষের পায়ে হাড় সংখ্যা = ৩৩
প্রতিটি কব্জিতে হাড়ের সংখ্যা = ৮
হাতে হাড় সংখ্যা = ২৭
বৃহত্তম অন্তঃস্রাবের গ্রন্থি = থাইরয়েড
বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ = প্লীহা
বৃহত্তম এবং শক্তিশালী হাড় = ফেমুর
ক্ষুদ্রতম পেশী = স্ট্যাপিডিয়াস (মাঝের কান)
ক্রোমোজোম সংখ্যা = ৪৬ (২৩ জোড়া)
নবজাত শিশুর হাড়ের সংখ্যা = ৩০৬
রক্ত সান্দ্রতা = ৪.৫ থেকে ৫.৫
সার্বজনীন দাতা রক্তের গ্রুপ = ‘O’
সর্বজনীন প্রাপক রক্তের গ্রুপ = ‘AB’
বৃহত্তম শ্বেত রক্ত কণিকা = মনোকাইট
সবচেয়ে ছোট সাদা রক্তকণিকা = লিম্ফোসাইট y
লোহিত রক্তকণিকা গণনা বলা হয় = পলিসিথেমিয়া
শরীরে ব্লাড ব্যাঙ্ক হল = প্লীহা
জীবনের নদী বলা হয় = রক্ত
সাধারণ রক্তের কোলেস্টেরলের স্তর = ১০০ মিলিগ্রাম / ডিএল
রক্তের তরল অংশ হল = প্লাজমা