বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র কি কি?

আধুনিক সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হলো সংবাদপত্র। সভ্যতার ক্রমবিকাশের সূত্র ধরে আমাদের জীবনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সংবাদপত্র। দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সংবাদপত্রের মাধ্যমে সহজে জানা যায়।

১. প্রথম আলো :

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ও অফলাইন পত্রিকা প্রথম আলো। এটি ১৯৯৮ সালে চালু হয়। প্রতিদিন প্রায় ৬ -১১ লাখ মানুষ কাগজে বা অনলাইনে প্রথম আলো পত্রিকাটি পড়ে থাকেন। তুমুল জনপ্রিয়তা একে রেখেছে রাঙ্কিংয়ে সবার উপরে। 

যে ফিচারগুলো একে টপ রাঙ্কিংয়ে রেখেছে তার মধ্য অন্যতম হলো-

  • কার্টুন কমিকস- মিসির আলি
  • বিলিভ ইট অর নট
  • টেক নিউজ
  • নকশা
  • রাশিফল
  • অধুনা
  • মনের বাক্স

২. বাংলাদেশ প্রতিদিন :

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্শন হলো বিডি প্রতিদিন। কাগজের পত্রিকার সাথে সাথে অনলাইনেও এর জনপ্রিয়তা একে রাঙ্কিংয়ে উপরের দিকে রেখেছে। নিত্যদিনের সকল খবরাখবর এক সাথে পেতে এই পত্রিকা আপনাকে বন্ধু হিসেবে সাহায্য করবে।

৩. বিডি নিউজ ২৪ :

বাংলাদেশের সর্বপ্রথম ও সর্বাধিক পঠিত এবং তুমুল জনপ্রিয় অনলাইন নিউজ হলো বিডি নিউজ ২৪। এর যাত্রা শুরু হয় ২০০৬ সালের ২৩শে অক্টোবর। সূচনা লগ্ন থেকে পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়ে আসছে এটি। ২৪/৭ ঘন্টা নতুন সকল খবর পেতে নিশ্চিন্তে চোখ রাখতে পারেন সাইটের উপর। 

৪. কালের কণ্ঠ :

বাংলাদেশের সবচেয়ে সেরা ও জনপ্রিয় পত্রিকার তালিকাতে কালের কণ্ঠও আছে। ২০১০ সালের ১০ জানুয়ারি থেকে প্রকাশিত হয়ে আসা পত্রিকাটির কাগজের সংস্করণ পাঠ করে দৈনিক প্রায় আড়াই লাখ মানুষ। এ ছাড়াও দেশ বিদেশের  আরো লাখ খানেক মানুষ পত্রিকাটির ওয়েব পেইজে নিয়মিত ভিজিট করেন। এর রাজনৈতিক, শিক্ষা ও খেলাধুলা বিষয়ক পাতাগুলো অধিক সমৃদ্ধ। 

৫. দৈনিক যুগান্তর :

সবচেয়ে ৫টি সেরা ও জনপ্রিয় পেপারের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা সংবাদপত্র দৈনিক যুগান্তর। ‘ সত্যের সন্ধানে নির্ভীক ‘ – এই স্লোগান নিয়ে সূচনা লগ্ন ২০০০ সাল থেকে পত্রিকা ছাপিয়ে যাচ্ছে দৈনিক যুগান্তর। 

এর আকর্ষণীয় ফিচারগুলো হলো-

  • দশ দিগন্ত
  • নগর-মহানগর
  • বাংলার মুখ
  • টিউটোরিয়াল
  • বাতায়ন
  • সুস্থ থাকুন