মানবদেহের আচ্ছাদন তন্ত্র, শ্বসন তন্ত্র ও পরিপাক তন্ত্রসমূহের ইংরেজি নাম ও বাংলা অর্থ।

আচ্ছাদন তন্ত্র: রক্ত নালী, যোজক কলা, স্নায়ূ, লসিকা গ্রন্থি, ঘর্মগ্রন্থি এবং চুলের গোড়ার সমন্নয়ে গঠিত। এটি দুটি প্রধান স্তরে বিভক্ত। এছাড়া এরা আঙ্গুলের ছাপ তৈরি করে।

শ্বসন তন্ত্র: মানবদেহের যে তন্ত্রের মাধ্যমে শ্বসনকার্য সম্পন্ন হয় তাকে শ্বসনতন্ত্র বলে। অর্থাৎ, যে তন্ত্রের মাধ্যমে আমরা শ্বাসকার্য থেকে শুরু করে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি তাকে শ্বসনতন্ত্র বলে। আর শ্বসনের সাথে যেসব অঙ্গ জড়িত তাকে শ্বসনিক অঙ্গ বলে।

পরিপাক তন্ত্র: মুখ থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালী এবং সংশ্লিষ্ট অঙ্গ সমবায়ে মানব পরিপাকতন্ত্র গঠিত যার মূল কাজ খাদ্য পরিপাক করা। একে পাচনতন্ত্র (digestive system) বা পৌষ্টিকতন্ত্রও বলা হয়ে থাকে। অথবা, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় তাই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র।

  • আচ্ছাদন তন্ত্র:


ইংরেজি নাম বাংলা অর্থ
Skin ত্বক
Epidermis বহিস্ত্বক
Dermis অন্তস্ত্বক
Basement membrane ভিত্তিঝিল্লি
Hair চুল
Nail নখ
Adipocyte মেদকোষ
Adipose tisue মেদকলা
Subcutaneous tissue অধস্ত্বক কলা
Epithelium আবরণী কলা
Exocrine gland বহিঃক্ষরা গ্রন্থি
Sweat gland স্বেদগ্রন্থি
Sebum gland ঘর্মমেদ গ্রন্থি
Mammary gland স্তনগ্রন্থি
Tear gland অশ্রুগ্রন্থি
Earwax gland কর্ণমল গ্রন্থি
  • শ্বসন তন্ত্র:


Respiratory system শ্বসনতন্ত্র
Nose নাক
Upper respiratory tract ঊর্ধ্ব শ্বাসপথ
Nasal cavity নাসাগহ্বর
Nasopharynx নাসাগলবিল
Larynx স্বরযন্ত্র
Lower respiratory tract অধোশ্বাসপথ
Trachea শ্বাসনালী
Bronchus ক্লোমনালী
Alveolus বায়ুস্থলী
Lung ফুসফুস
Diaphragm মধ্যচ্ছদা
  • পরিপাক তন্ত্র:


Oral cabity মুখগহ্বর
Tooth দাঁত
Tongue জিহ্বা
Salivary gland লালা গ্রন্থি
Parotid gland কর্ণমূলীয় লালাগ্রন্থি
Submandibular gland অধোচোয়াল লালাগ্রন্থি
Sublingual gland অধোজিহ্বা লালাগ্রন্থি
Pharynx গলবিল
Larynx স্বরযন্ত্র
Aesophagus অন্ননালী
Stomach পাকস্থলী
Small intestine ক্ষুদ্রান্ত্র
Duodenum গ্রহণী
Jejunum ঊর্ধ্বান্ত্র
Ileum শোষণান্ত্র বা নিম্নান্ত্র
Mesenteric অন্ত্রধারক বা অন্ত্রাবরক
Appendix উপান্ত্র
Large intestine বৃহদন্ত্র
Liver যকৃৎ
Gall bladder পিত্তথলি
Pancreas অগ্ন্যাশয়
Rectum মলাশয়
Anus মলদ্বার বা পায়ু
রেফারেন্স: