বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিস্কর্তার নাম।

বৈজ্ঞানিক সূত্র আবিস্কর্তার নাম
মহাকর্ষ সূত্র আইজ্যাক নিউটন
শক্তির নিত্যতা সূত্র জুল প্রেস বার্ট
আলোর প্রতিসরণের সূত্র স্নেল
আপেক্ষিকতাবাদ আইনস্টাইন
গ্রহের গতি সূত্র কেপলার
গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির) চার্লস
গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) বয়েল
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র পাস্কাল
কাস্কেড তত্ত্ব W.Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা
তাপীয় আয়ন তত্ত্ব মেঘনাদ সাহা
পদার্থের স্থিতিস্থাপকতা হুক
তাপগতিবিদ্যা ক্লসিয়াম
তড়িৎ চুম্বকত্ব মাইকেল ফ্যারাডে
আবহাওয়ার চাপের সূত্র টরিসেলি
তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র বারনৌলি
দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবল কুলম্ব
তড়িৎ রোধের সূত্র ওহম
পারমানবিক তত্ত্ব ডালটন
ইউরেনিয়াম ফিউশন থিওরি অটো হন
পদার্থের ভাসনশীলতা আর্কিমিডিস
পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র গ্যালিলিও
গ্যাসীয় অনুর সংখ্যা অ্যাভোগাড্রো
গ্যাস তরলীকরণ সূত্র কেলভিন
তেজস্ক্রিয়তার সূত্র এ. বেকারেল
রেফারেন্স: