বিভিন্ন খেলার নাম ও মাঠের নাম।
খেলার নাম | মাঠের নাম |
---|---|
ফুটবল হকি |
ফিল্ড |
পোলো হর্স রাইডিং |
অ্যারেনা |
টেবিল টেনিস | বোর্ড |
জুডো ক্যারাটে তায়কোয়ান্দো |
ম্যাট |
ক্রিকেট | পিচ ফিল্ড |
সুইমিং | পুল |
স্কেটিং বক্সিং |
রিং |
কার্লিং আইস হকি |
রিঙ্ক |
অ্যাথলেটিক্স | ট্র্যাক |
সাইক্লিং | ভেলোড্রোম |
শ্যুটিং তীরন্দাজী |
ব্রোঞ্জ |
গল্ফ | কোর্স |
টেনিস ব্যাডমিন্টন নেটবল ভলিবল |
কোর্ট |
বেসবল | ডায়মন্ড |