বাংলাদেশের সকল রেলওয়ে স্টেশনের তালিকা।
বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র-মালিকানাধীন ও রাষ্ট্র-পরিচালিত রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ১৯৯০ খ্রিষ্টাব্দে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কিমি রুট রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে। তবে এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও অংশগ্রহণ রয়েছে। যেমন, খাদ্য ও পানীয়ের ক্যাটারিং, কিছু নির্বাচিত রুট ও ট্রেনের রেলওয়ে রিজার্ভেশন ও টিকেটিং ব্যবস্থা এবং প্রধান রেলপথসমূহে ফাইবারঅপটিক কেবল স্থাপন, পরিচালন ও রক্ষনাবেক্ষনের কাজ বেসরকারি সংস্থার ওপর দেওয়া হয়েছে।
ক্রমিক নং | বাংলাদেশ রেলওয়ে স্টেশনের তালিকা |
01. | কমলাপুর রেলওয়ে স্টেশন, মতিঝিল |
02. | ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, পাবনা |
03. | তেজগাঁও রেলওয়ে স্টেশন, তেজগাঁও |
04. | ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ঢাকা |
05. | ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা |
06. | টঙ্গী রেলওয়ে স্টেশন, গাজীপুর |
07. | ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশন, নরসিংদী |
08. | জিনারদী রেলওয়ে স্টেশন, নরসিংদী |
09. | ভৈরব বাজার রেলওয়ে স্টেশন, কিশোরগঞ্জ |
10. | ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া |
11. | আশুগঞ্জ রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া |
12. | নরসিংদী রেলওয়ে স্টেশন, নরসিংদী |
13. | আখাউড়া রেলওয়ে স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া |
14. | কুমিল্লা রেলওয়ে স্টেশন, কুমিল্লা |
15. | লাকসাম রেলওয়ে স্টেশন, কুমিল্লা |
16. | চাঁদপুর রেলওয়ে স্টেশন, চাঁদপুর |
17. | ফেনী রেলওয়ে স্টেশন, ফেনী |
18. | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম |
19. | পটিয়া রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম |
20. | হাটহাজারী রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম |
21. | শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন, হবিগঞ্জ |
22. | শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, মৌলভীবাজার |
23. | কুলাউড়া রেলওয়ে স্টেশন, মৌলভীবাজার |
24. | সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট |
25. | হবিগঞ্জ রেলওয়ে স্টেশন, হবিগঞ্জ |
26. | কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন, কিশোরগঞ্জ |
27. | ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ |
28. | জামালপুর রেলওয়ে স্টেশন, জামালপুর |
29. | রাজশাহী রেলওয়ে স্টেশন, রাজশাহী |
30. | চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন, চাঁপাইনবাবগঞ্জ |
31. | রহনপুর রেলওয়ে স্টেশন, চাঁপাইনবাবগঞ্জ |
32. | রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন, রাজশাহী |
33. | নাটোর রেলওয়ে স্টেশন, নাটোর |
34. | জয়পুরহাট রেলওয়ে স্টেশন, জয়পুরহাট |
35. | বগুড়া রেলওয়ে স্টেশন, বগুড়া |
36. | বিরামপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুর |
37. | দিনাজপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুর |
38. | চিলাহাটি রেলওয়ে স্টেশন, নীলফামারী |
39. | পার্বতীপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুর |
40. | পঞ্চগড় রেলওয়ে স্টেশন, পঞ্চগড় |
41. | বোনারপাড়া রেলওয়ে স্টেশন, গাইবান্ধা |
42. | গাইবান্ধা রেলওয়ে স্টেশন, গাইবান্ধা |
43. | রংপুর রেলওয়ে স্টেশন, রংপুর |
44. | কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন, কুড়িগ্রাম |
45. | ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন, ঠাকুরগাঁও |
46. | নীলফামারী রেলওয়ে স্টেশন, নীলফামারী |
47. | সৈয়দপুর রেলওয়ে স্টেশন, নীলফামারী |
48. | ভেড়ামারা রেলওয়ে স্টেশন, কুষ্টিয়া |
49. | কুষ্টিয়া রেলওয়ে স্টেশন, কুষ্টিয়া |
50. | কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন, কুষ্টিয়া |
51. | রাজবাড়ী রেলওয়ে স্টেশন, রাজবাড়ী |
52. | যশোর রেলওয়ে স্টেশন, যশোর |
53. | বেনাপোল রেলওয়ে স্টেশন, বেনাপোল |
54. | খুলনা রেলওয়ে স্টেশন, খুলনা |