টাকা নামের এই কাগজের কাছে হেরে যাই হাজারো মানুষের স্বপ্ন।
টাকা নামের এই কাগজের কাছে হেরে যাই হাজারো মানুষের স্বপ্ন। কথাটি কি সত্য না কথার কথা। আসলে কথাটা অনেকটাই সত্য।
সব দিক দিয়ে যোগ্য ভালো মানুষ ভোটে দাঁড়িয়েছেন বা ভোটের প্রাথী হয়েছেন। সবাই তাকে সাপোর্ট করছে বা সবাই বলছে সে নিশ্চিত জিতে যাবে। কিন্তু নির্বাচন শেষে ভোট গণনার পরে জানা গেলো সেই যোগ্য ভালো মানুষটিই পরাজিত হয়েছেন। কেনো এমন হোলো।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী প্রাথী কম যোগ্য ও এলাকায় সে খারাপ ও অসৎ লোক বলে বিবেচিত কিন্তু তার অনেক টাকা পয়সা আছে। ভোটের আগের দিন অনেক টাকা ছড়িয়ে বা ভোট কিনে অর্থাৎ টাকার জোরে সে জয়লাভ করেছে।
টাকা নামের এই কাগজের কাছে হেরে গেলো যোগ্য ভালো মানুষের স্বপ্ন। টাকার কাছে পৃথিবীর সবকিছু অসহায়।
জমিজমার সংক্রান্ত মামলা। এই মামলা আমাদের দেশে সিভিল মামলা নামে পরিচিত। অনেক বছর ধরে বাদী-বিবাদীর মধ্যে মামলা কোর্টে চলমান।
মামলার ফ্যাক্ট ও কাগজপত্রের ভিত্তিতে বাদীপক্ষের অনুকূলে রায় নিশ্চিত। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেলো রায় বিবাদীদের পক্ষে। কেনো এমন হলো? পরে জানা গেলো, বিবাদীপক্ষ জজকে মোটা অংকের টাকা ঘুষ দিয়েছেন। জজ ঘুষ খেয়ে মামলার রায় বিবাদীদের পক্ষে দিয়েছেন।
টাকা নামের এই কাগজের কাছে হেরে গেলো আইনত রায় পাওয়া মানুষের স্বপ্ন। টাকার কাছে পৃথিবীর সবকিছু অসহায়।
পড়াশোনায় ভালো একটি ছেলে। সকল পরীক্ষার রেজাল্টও খুব ভালো। চাকরির জন্য হন্যে হয়ে ছুটছেন। প্রতিদিন পত্রিকার পাতায় চাকরির জন্য খোঁজাখুঁজি। এরপর আবেদনের ভিত্তিতে written ও ভাইভা পরীক্ষাও ভালো দেয় সে। ১০০% কনফিডেন্স চাকরি তার হবেই। কিন্তু চাকরি তার হলো না। কেনো হলো না?
আমরা সবাই বুঝতে পারছি কেনো হলো না। একই কথার পুনরাবৃত্তি না করে আবার এটাই প্রমাণিত হলো…….
টাকা নামের এই কাগজের কাছে হেরে গেলো যোগ্য ভালো ছাত্রের স্বপ্ন। টাকার কাছে পৃথিবীর সবকিছু অসহায়।