টাকা ধার চাইলে কিভাবে না বলবেন?
টাকা ধার দেওয়ার ব্যাপারটা অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। অনেক সময় যেটা হয় এসব ধার দেনার কোন চুক্তি বা ধরাবাঁধা সময় থাকে না। আপনি কখন টাকাটা ফেরত পাবেন আপনি জানেন না।
অনেক সময় টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে। প্রয়োজনের সময় টাকা ফেরত না পেলে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। জরুরী সময় আপনার টাকাটা দরকার হতে পারে কিন্তু আপনি টাকাটা অন্যকে ধার দিয়েছেন। আপনাকে যেন এমন সমস্যায় না পড়তে হয়। তাই কেউ টাকা ধার চাইলে কিভাবে না বলবেন তা জানা প্রয়োজন।
যদি আপনার কাছে থেকে কেউ টাকা ধার চায় তাহলে কিভাবে তাঁদেরকে “না” বলবেন তা নিচে আলোচনা করা হলো-
আমার টাকা নিয়ে পরিকল্পনা আছে:
যদি আপনার বন্ধু কিংবা পরিবারের কেউ জানতে আপনার কাছে ধার দেওয়ার মত টাকা আছে তাহলে ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে। এই অবস্থায় আপনি তাদের বলতে পারেন আপনার কাছে যে টাকা আছে সেটা আপনার অন্য কাজে লাগবে।
এই মুহূর্তে ঋণ দেওয়ার মত অবস্থায় নেই:
যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে না বলার জন্য কোনরকম দ্বিধা করবেন না। আপনার কাছে যদি কেউ টাকা ধার চায় তাহলে আপনি তাঁদেরকে বুঝিয়ে বলুন আপনি এই মুহূর্তে টাকা ধার দেওয়ার মত অবস্থায় নেই।
আমার নিজেরও টাকার প্রয়োজন:
যদি আপনার কাছে কেউ সবসময়ই আপনার থেকে টাকা ধার চায় তাহলে তাকে বলুন, আপনি নিজেও সমস্যার মধ্যে আছেন এবং কঠিন সময় পার করছেন এবং আপনার ও টাকার প্রয়োজন। এতে যে আপনার কাছে সব সময় টাকা ধার চায় তার বৈশিষ্ট্য থেকে অনেকটা বেরিয়ে আসতে সাহায্য করবে।
আমি টাকা বিনিয়োগ করেছি:
আপনার কাছে টাকা ধার চাইছে আপনি তাকে এটা বলতে পারেন টাকাটা আপনি বিনিয়োগ করেছেন এবং এই মুহূর্তে টাকাটা তোলা যাবে না। আপনি যেখানে বিনিয়োগ করেছেন সেটার থেকে নির্ধারিত সময়ের আগে টাকা তোলার কিছু বাধ্যবাধকতা রয়েছে এটা তাকে জানান।
আমার নিজের আর্থিক সীমাবদ্ধতা আছে:
আপনার কাছে যে কেউ তাদের আর্থিক অবস্থা বা দুর্দশার সম্পর্কে বলে এবং আপনার আর্থিক অবস্থার প্রশংসা করে আপনার থেকে টাকা ধার চাইতে পারে। এই অবস্থায় আপনিও আপনার খরচের কথা বলতে পারেন। তাঁদের বলতে পারেন যে এসব নিয়ে আপনিও হিমশিম খাচ্ছেন। বার বার আপনার খরচের কথা বললে তাঁরা মনে করবে আপনি তার থেকেও খারাপ অবস্থায় আছেন। তাহলে তাঁরা আপনার থেকে টাকা ধার চাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবে।
অনেকেই টাকা ধার চাইলে তার উত্তরে “না” বলার পর নিজেকে দোষী ভাবেন। এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে যদি তারা টাকা ধার চাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে চায়।