দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণী কাকে বলে? দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য কি?

দ্বিস্তরী প্রাণী কাকে বলে?


যে সব প্রাণীর ভ্রূণে দুটিমাত্র কোষস্তর, যেমন: এক্টোডার্ম ও এন্ডােডার্ম থাকে, সেগুলােকে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক (diploblastic) প্রাণী বলে। এ দুই স্তরের মাছে অকোষীয় জেলির মতাে মেসোগ্লিয়া (Mesoglea) থাকে। Cnidaria পর্বের সব প্রাণীই দ্বিস্তরবিশিষ্ট।

Cnidaria

অন্যভাবে বললে বলা যায়, যে সমস্ত প্রাণীর ভ্রূণের কোষগুলো Ectoderm (বহিঃস্তর) ও Endoderm (অন্তঃস্তর) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদের দ্বিস্তরী প্রাণী বলে।

ত্রিস্তরী প্রাণী কাকে বলে?


যে সমস্ত প্রাণীর কোষগুলো Ectoderm (বহিঃস্তর), Mesoderm (মধ্যস্তর) এবং Endoderm (অন্তঃস্তর) নামক তিনটি ভ্রুণীয় স্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী (Triploblastic) বলে। যেমন- Fasciola hepatica (যকৃত কৃমি), Tenualosa ilisha (ইলিশ), Cavia porcellus (গিনিপিগ) ইত্যাদি।

Fasciola hepatica

অন্যভাবে বললে বলা যায়, যেসব প্রাণীর ভ্রূণ এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামের তিনটি ভ্রূণস্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। প্লাটিহেলমিনথেস পর্ব থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত প্রাণীরা ত্রিস্তরী।

দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য:


দ্বিস্তরী প্রাণী (diploblastic) ত্রিস্তরী প্রাণী (Triploblastic)
১. যে সব প্রাণীর ভ্রূণে দুটিমাত্র কোষস্তর, যেমন: এক্টোডার্ম ও এন্ডােডার্ম থাকে, সেগুলােকে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক (diploblastic) প্রাণী বলে। ১. যেসব প্রাণীর ভ্রূণ এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামের তিনটি ভ্রূণস্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে।
২. দ্বিস্তরী প্রাণী কোষগুলো কোন কলা বা অঙ্গ গঠন করে না। ২. ত্রিস্তরী প্রাণী কোষগুলো বিভিন্ন কলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে।
৩. দ্বিস্তরী প্রাণীর দেহাভ্যন্তরে একটিমাত্র নালী দেখা যায় যা সিলেন্টেরন নামে পরিচিত। ৩. ত্রিস্তরী প্রাণীর দুটি নালী উপস্থিত। বৃহৎ পরিধীর নালীটি সিলোম নামে পরিচিত। এর মধ্যবর্তীস্থানে পৌষ্টিক নালী নামক আরও একটি নালী থাকে।
৪. দ্বিস্তরী প্রাণীর এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে। ৪. ত্রিস্তরী প্রাণী মেসোগ্লিয়া মেজোডার্মে পরিণত হয় ফলে মেসোডার্ম অনুপস্থিত।
৫. দ্বিস্তরী প্রাণীর দেহ নালী বা গহবরের নাম সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাসকুলার। ৫. ত্রিস্তরী প্রাণীর দেহ নালী বা গহবরের নাম সিলোম।