আলমারি গোছানোর উপায়।
আলমারির জিনিসপত্র গুছিয়ে রাখার মতো কঠিন কাজ মনে হয় একটিও নেই। কারণ সকল জিনিস যতোই গোছানো হোক না কেন এবং যতোবারই গোছানো হোক না কেন কীভাবে কীভাবে যেন অগোছালো হয়ে পড়ে।
কী করে আলমারির জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেই পদ্ধতি চিন্তা করে বের করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, খুব সহজে আলমারি গোছানোর কিছু উপায় সম্পর্কে-
হ্যাঙ্গারে ভরসা:
আলমারি ছোট সমস্যা নেই। হ্যাঙ্গার বিশেষ করে শীতের জামাকাপড় গুছিয়ে রাখতে এই পদ্ধতি ভরসা করা যায়।
উলের জামাকাপড় ভাঁজ করে রাখলে অনেকটা জায়গা লেগে যায়। তার বদলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে সহজেই এঁটে যাবে ভারী শীতবস্ত্র।
ওয়াড্রোব অর্গানাইজার:
বিভিন্ন জামাকাপড় বা বাড়ির একাধিক সদস্যের জামাকাপড়। সব কিছুর জন্য আলাদা আলাদা আলমারি বা ওয়াড্রোব করা সম্ভব হয় না।
তাহলে উপায়? এখানেই কাজে আসবে ওয়াড্রোব অর্গানাইজার। এর এক একটি জায়গা এক এক ধরনের জিনিস রাখার জন্য তৈরি।
আলাদা সেকশন তৈরি করে জিনিস রাখুন:
আপনার ফর্মাল এবং ক্যাজুয়াল পোশাক একসাথে করে রাখলে আপনি যখন ক্যাজুয়াল পোশাক খুজবেন তখন ফর্মাল পোশাকও ওলটপালট হবে।
তাই আলমারির আলাদা আলাদা সেকশনে একেক ধরণের পোশাক রাখুন। এতে আলমারি খুব সহজে এলোমেলো হবে না।
দরকারের ওপর ভিত্তি করে জিনিস গোছান:
আপনি কোন পোশাকগুলো বেশি পড়েন এবং কোন জিনিসগুলো বেশি ব্যবহার করেন তা আগে ঠিক করে নিন। দরকারি জিনিসগুলো হাতের কাছে রাখুন। দরকারি জিনিসগুলো হাতের কাছে পেলে পুরো আলমারি তোলপাড় করে খোঁজার প্রয়োজন হয় না।
পুরোনো ও অপ্রয়োজনীয় জিনিস বের করে ফেলুন:
অনেক সময় দেখা যায় পুরোনো অনেক জিনিস আলমারিতে জমে যাওয়ার ফলে নতুন জিনিস রাখলে এবং গুছিয়ে রাখলেও তা এলোমেলো হয়ে যায়। তাই পুরোনো ও অপ্রয়োজনীয় জিনিসকে একেবারেই স্থান দেবেন না আলমারিতে।