DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test কী? DNA ফিঙ্গার প্রিন্ট এর প্রয়োগ ক্ষেত্র সমূহ কি কি?

DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test কী?


DNA এর পূর্ণরূপ হলো- ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (Deoxyribonucleic acid)। DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতি হলো DNA প্রিঙ্গার প্রিন্টিং। প্রত্যেকটা মানুষের ডিএনএ এর গঠনই অন্য যে কোন মানুষের চেয়ে আলাদা।

ডিএনএ (DNA) এর গঠন একটা মানুষকে তার যাবতীয় বৈশিষ্ট্য প্রদান করে। যেমনঃ তার চোখের রং কি হবে, উচ্চতা কেমন হবে, চুলের রং কেমন হবে এমনকি বংশগত রোগগুলোও ডিএনএ এর মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে।

DNA_Test

DNA ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে এক ব্যক্তির কোষ থেকে প্রাপ্ত DNA-এর সাথে অপর ব্যক্তির কোষের DNA-এর তুলনা করা হয়। যদি দুই ব্যক্তির DNA-এর প্যাটার্ন মিলে যায় তখন নির্দিষ্ট সনাক্তকরণ রেকর্ড হয়। এ পদ্ধতিতে সন্তানের পিতৃত্ব, মাতৃত্ব নির্ণয় করা যায়, এছাড়া অপরাধীও সনাক্ত করা যায়।

DNA ফিঙ্গার প্রিন্ট এর প্রয়োগ ক্ষেত্র সমূহ কি কি?


DNA_DNA

পিতৃত্ব নিশ্চিত করতে DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test খুবই কার্যকরী একটি পদ্ধতি। DNA ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে ৯৯.৯৯% মিল থাকলে পিতৃত্ব পরিচয় দেওয়া হয়।
মরদেহ সনাক্ত করতে DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test পদ্ধতি ব্যবহৃত করা হয়ে থাকে।
হাসপাতালে নবজাতক বদল হয়ে গেলে প্রকৃত মা, বাবা এবং তাদের সন্তানকে সনাক্ত করতে DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test পদ্ধতি প্রয়োগ করা হয়।
নিখোঁজ শিশু, জীবিত অথবা মৃত শিশুর আসল বাবা, মা সনাক্ত করার জন্য DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test পদ্ধতি ব্যবহার করা হয়।
ধর্ষণ মামলার ক্ষেত্রে ধর্ষণকারীকে সনাক্ত করার জন্য DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test পদ্ধতি ব্যবহার করা হয়।
DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test এর মাধ্যমে যেকোন অপরাধী সনাক্ত করা যায়।
বহু বছর আগে হারিয়ে যাওয়া কারো DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test এর মাধ্যমে তার পরিবারের লোকজন তাকে সনাক্ত করতে পারে।
DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফরেনসিক বিজ্ঞানে। সাধারণত অপরাধ ঘটেছে এমন স্থান হতে ডিএনএ (DNA) এর নমুনা সংগ্রহ করা হয়।
সদ্য জন্ম নেওয়া শিশুর বিভিন্ন বংশগত রোগ যেমন: সিস্টিক ফিব্রোসিস, হিমোফিলিয়া, আলজাইমার, থ্যালাসেমিয়াসহ আরও অনেক রোগ শনাক্তকরণে DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test ব্যবহৃত হয়।
DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test এর মাধ্যমে এইডস (AIDS) রোগ শনাক্তকরণ করা হয়।
এছাড়াও আজকাল অফিস, বাসাবাড়ির দরজার লক, মোবাইল ফোনের লকে DNA ফিঙ্গার প্রিন্ট বা DNA Test বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।