যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি কত প্রকার ও কি কি?

যান্ত্রিক শক্তি কাকে বলে?


কোন বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি হলো সেই শক্তি, যা কোনো বস্তু তার স্থির অবস্থান বা গতিশীল অবস্থার জন্য লাভ করে।

Mechanical_power

শক্তির সর্বাপেক্ষা সাধারণরূপ হলো যান্ত্রিক শক্তি। কোন বস্তু বা সিস্টেমের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আর কোন বস্তু বা সিস্টেমের ভৌত অবস্থানের গতি বা স্থিতির জন্য এটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা এটি যে শক্তি অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে।

যান্ত্রিক শক্তি কত প্রকার ও কি কি?


যান্ত্রিক শক্তি প্রধানত দুই প্রকার। যথা:

১. গতিশক্তি
২. বিভব শক্তি বা স্থিতিশক্তি

গতিশক্তি:



Kinetic energy

কোনো গতিশীল বস্ত তার গতির জন্য যে কার্য করার সামৰ্থ অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তি হলো শক্তির একটি রূপ যা একটি বস্তু বা একটি কণা তার গতির কারণে হয়ে থাকে।

এছাড়া কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তার দ্বারা বস্তুটির গতিশক্তি পরিমাপ করা হয়।

বিভব শক্তি বা স্থিতিশক্তি:



Stability

স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে।

অন্যভাবে বললে বলা যায়, বন্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে অথবা বস্তুস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে শক্তি অর্জন করে তাকে বস্তুর স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে।