এনজিওপ্লাস্টি (Angioplasty) কাকে বলে? এনজিওপ্লাস্টির প্রকারভেদ সমূহ।
এনজিওপ্লাস্টি (Angioplasty) কাকে বলে?
বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ ল্যুমেনযুক্ত বা রূদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত ল্যুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি (Angioplasty) বলে।
এনজিওপ্লাস্টির (Angioplasty) উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া ল্যুমেনের ভেতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 (অক্সিজেন) সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা।
বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রোগ থেকে মুক্তির সহজ উপায় হলো এনজিওপ্লাস্টি (Angioplasty)।
এনজিওপ্লাস্টির (Angioplasty) প্রকারভেদ সমূহ:
এনজিওপ্লাস্টিকে চার ভাগে ভাগ করা যায়। যথা:
১. বেলুন এনজিওপ্লাস্টি (Balloon angioplasty)
২. লেজার এনজিওপ্লাস্টি (Laser angioplasty)
৩. করোনারি অ্যাথরেকটমি (Coronary Atherectomy)
৪. করোনারি স্টেনটিং (Coronary stenting)
বেলুন এনজিওপ্লাস্টি (Balloon angioplasty):
এক্ষেত্রে একটি বেলুনকে টিউব বা ছোট নলের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানো হয়। পরবর্তীতে আস্তে আস্তে বেলুনটিকে ফুলিয়ে ধমনীর প্রাচীর সংলগ্ন করা হয়। ফলে, এই বেলুনটি কোলেস্টেরলের বিন্দুগুলো কে ভেঙে ফেলে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ৩০ মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগে।
লেজার এনজিওপ্লাস্টি (Laser angioplasty):
এ ধরনের এনজিওপ্লাস্টিতে ক্যাথেটারের আগায় বেলুনের পরিবর্তে একটি লেজার লাগানো থাকে। করোনারি ধমনির প্লাকযুক্ত অংশে পৌঁছে লেজার রশ্মি স্তরে স্তরে প্লাক ধ্বংস করে এবং গ্যাসীয় কণায় বাষ্পীভূত করে দেয়। শুধু লেজার নয়, এ প্রক্রিয়াটি বেলুন এনজিওপ্লাস্টির পাশাপাশিও প্রয়োগ করা যায়।
করোনারি অ্যাথরেকটমি (Coronary Atherectomy):
এটিও এনজিওপ্লাস্টির মতো একটি প্রযুক্তি তবে এক্ষেত্রে ধমনি প্রাচীরের প্লাককে বেলুনের সাহায্যে চেপে ল্যুমেন প্রশস্ত করার পরিবর্তে ভিন্ন ভিন্ন যন্ত্র যেমন, ক্ষুদ্র ঘূর্ণী ব্লেড, ড্রিল, বেলুন ইত্যাদি ব্যবহার করা হয়।
করোনারি স্টেনটিং (Coronary stenting):
স্টেন্ট হচ্ছে ক্ষুদ্র কিন্তু প্রসারণযোগ্য, ধাতব যন্ত্র যা এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাহায্যে সংকীর্ণ ধমনি ল্যুমেনে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ল্যুমেন যেন আবারও সংকীর্ণ না হতে পারে সে কারণে স্টেন্টকে সেখানেই রেখে দেওয়া হয়। অর্থাৎ, যাদের করোনারি ধমনি বেশ নাজুক তাদের ক্ষেত্রে স্টেন্ট অত্যন্ত উপযোগি।