মাদারবোর্ড কি? মাদারবোর্ডে কি কি থাকে?
মাদারবোর্ড কি?
কম্পিউটার চালনার মূল নিয়ামক হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হল ব্যক্তিগত কম্পিউটারের মত জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড (পিসিবি)।
মাদরবোর্ডকে কখনও কখনও মেইনবোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়। তবে ম্যাকিনটোশ কম্পিউটারে এটিকে লজিকবোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।
মাদারবোর্ডের আরো অনেক নাম রয়েছে যেমন, এমবি বোর্ড, বেস বোর্ড, মোবো বোর্ড, মেইন বোর্ড, মেইন সার্কিট বোর্ড, এম-বোর্ড, সিস্টেম বোর্ড, প্ল্যানার বোর্ড, লজিক বোর্ড ইত্যাদি।
ডেস্কটপ কম্পিউটার ছাড়াও ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনেও মাদারবোর্ড আছে যা মূলত লজিক বোর্ড হিসেবেই বেশি পরিচিত। লজিক বোর্ড দেখতে অনেকটা মাদারবোর্ডের মতই যা একই রকম ভাবে কাজ করে।
তবে কম্পিউটারের মাদারবোর্ডে যত কম্পোনেন্ট থাকে, এ উল্লেখিত ডিভাইসগুলোতে অত বেশি কম্পোনেন্ট থাকে না।
প্রযুক্তিবিদদের কাছে এটা অজ্ঞাত নয় যে- কোনো পরিবারে একজন দায়িত্ববান মা ছাড়া যেমন সংসারটা অচল, মাদারবোর্ড ছাড়া তেমনি কম্পিউটার অচল। তাই একে মায়ের সাথে তুলনা করা হয়।
এছাড়া এর সাথে সংযুক্ত যন্ত্রাংশগুলিকে সেই মায়ের বুকে আগলে থাকা অতি আদরের সন্তানদের সাথে তুলনা করা হয়ে থাকে। হয়তো এখানেই “মাদারবোর্ড” নামের স্বার্থকতা।
মাদারবোর্ডে কি কি থাকে?
মাদারবোর্ডে অনেক কিছু থাকে, নিচে প্রধান প্রধান কম্পোনেন্টগুলোর লিস্ট দেয়া হলোঃ
- এক্সপেনশন স্লটস্ (পিসিআই এক্সপ্রেস, এজিপি)
- মেমোরি স্লট
- ব্যাক পেন কানেক্টর
- ফোর পিন পাওয়ার কানেক্টর
- থ্রি পিন কেস পেন কানেক্টর
- ফ্লপি কানেকশন
- সিস্টেম প্যানেল কানেক্টর
- ২৪ পিন এটিএক্স পাওয়ার সাপ্লাই কানেক্টর
- এটিএ/ আইডিই ডিস্ক ড্রাইভ প্রাইমারি কানেকশন
- ইনডাক্টর
- হিট সিংক
- ক্যাপাসিটর
- নর্থব্রিজ
- সাউথব্রিজ
- স্ক্রু হোল
- সিপিইউ সকেট
- ইউএসবি হেডার
- রেইড
- এফডব্লিউএইচ
- সিডি-ইন
- জাম্পারস্
- সিরিয়াল পোর্ট কানেক্টর, ইত্যাদি।