হোস্টিং (Hosting) কাকে বলে? হোস্টিং কত প্রকার ও কি কি?
হোস্টিং (Hosting) কাকে বলে?
হোস্টিং (Hosting) হচ্ছে এমন একটি পরিসেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি সব সময়ের জন্য চালু থাকবে। সেই সাথে ওয়েবসাইট টি ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন।
মূলত, আপনার ওয়েবসাইটের Content, Images, Videos, এবং বিভিন্ন File সার্বক্ষণিক তথা দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু রাখার জন্য একটি স্পেস বা জায়গা প্রয়োজন। আর সেই নির্ধারিত স্পেস বা জায়গা কেই বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং (Web Hosting)।
আবার হোস্টিং কে সাধারনত সার্ভার (Server) বলা হয় এবং কখনও এটিকে ওয়েব সার্ভার (Web Server) ও বলা হয়ে থাকে।
হোস্টিং (Hosting) কত প্রকার ও কি কি?
হোস্টিং (Hosting) ২ প্রকারের হয়ে থাকে। যথাঃ
১. ফ্রি হোস্টিং (Free hosting)
২. প্রিমিয়াম হোস্টিং (Premium hosting)
ফ্রি হোস্টিং (Free hosting):
সাধারনত যেগুলো সাইট থেকে বিনামূল্যে হোস্টিং সার্ভিস (নির্দিষ্ট স্পেস পাবেন) পাওয়া যায় সেগুলো হলো ফ্রি হোস্টিং সার্ভিস। সহজ কথায় বললে, ফ্রিতে যে হোস্টিং সার্ভিস ব্যবহার করা যায় তাকে ফ্রি হোস্টিং বলে।
প্রিমিয়াম হোস্টিং (Premium hosting):
টাকা দিয়ে ক্রয় করে যে হোস্টিং সার্ভিস ব্যবহার করা যায় তাকে প্রিমিয়াম হোস্টিং (Premium hosting) বলে।
প্রিমিয়াম হোস্টিং (Premium hosting) সাধারনত চার প্রকার। যথাঃ
১. শেয়ারড হোস্টিং (Shared Hosting)
২. ভিপিএস হোস্টিং (VPS = Virtual Private Server, Hosting)
৩. ডেডিকেটেড হোস্টিং/সার্ভার (Dedicated Hosting/Server)
৪. রিসেলার হোস্টিং (Reseller Hosting)
শেয়ারড হোস্টিং (Shared Hosting):
একটি একক সার্ভার একাধিক ব্যবহারকারীর মধ্যে শেয়ার করাকে শেয়ারড হোস্টিং বলে। তার মানে একটি একক কম্পিউটারে (একটি শেয়ার করা সার্ভার) বেশ কয়েকটি (বা এমনকি শত শত) ওয়েবসাইট বা ব্লগ হোস্ট করা হয়।
যদিও আপনি অন্যান্য ব্যবহারকারীদের সাথে রিসোর্স শেয়ার করবেন, তবে আপনার কাছে তাদের ফাইল, ব্যক্তিগত তথ্য বা অন্য কোনো ডেটা অ্যাক্সেস থাকবে না। শেয়ারড হোস্টিং হলো সস্তা, যেহেতু হোস্টিং প্রদানকারীরা একাধিক ব্যবহারকারীর মধ্যে সার্ভার রক্ষণাবেক্ষণের খরচ ভাগ করতে পারে।
ভিপিএস হোস্টিং (VPS = Virtual Private Server, Hosting):
VPS এর ফুল ফর্ম হলো (Virtual Private Server)। যখন একটা Computer কে বিশেষ কোন Software বা অন্য কিছু দিয়ে ভাগ করে অনেক গুলো Server তৈরি করা হয় তখন প্রত্যেক ভাগকে এক একটা VPS বলে।
ভিপিএস হোস্টিং শেয়ারড হোস্টিং আর ডেডিকেটেড হোস্টিংয়ের মাঝামাঝি। শেয়ারড হোস্টিংয়ে একই সার্ভারে হাজার হাজার সাইট হোস্ট করা থাকে। আর ডেডিকেটেড সার্ভারে শুধুমাত্র আপনার সাইটই হোস্ট করা থাকে।
ডেডিকেটেড হোস্টিং/সার্ভার (Dedicated Hosting/Server):
যখন একটা কম্পিউটার পুরটাই একটা সার্ভার হিসাবে ব্যবহার করা হয় তখন এটাকে বলে ডেডিকেটেড সার্ভার। আর এই ডেডিকেটেড সার্ভার এর হোস্টিং কে বলা হয় ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড সার্ভার অনেক ব্যয়বহুল। যাদের ওয়েবসাইট অনেক বড় এবং বেশি নিরাপত্তার প্রয়োজন হয় তাদের জন্য এই হোস্টিং সার্ভিস টি ভালো।
আপনার যদি এই সার্ভার থাকে তার মানে এটিতে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে নিজের বাসার কম্পিউটারের মতোই এটিতে সফ্টওয়্যার ইনস্টল করতে, বন্ধ বা রিস্টারর্ট করতে পারবেন।
রিসেলার হোস্টিং (Reseller Hosting):
রিসেলার হোস্টিং অনেকটা শেয়ার্ড হোস্টিং এর মতই। বিভিন্ন হোস্টিং প্রোভাইডার এর কাছে থেকে কিনে যারা মার্কেটে সেল করে সেই হোস্টিং গুলোই মূলত রিসেলার হোস্টিং। আপনি কোনো হোস্টিং কোম্পানির কাছ থেকে এমন প্যাকেজ কিনতে পারেন যে প্যাকেজ থেকে আপনি আপনার ক্লায়েন্টদের কাছে ঐ বড় প্যাকেজটিকে ছোট ছোট অংশে বিক্রি করতে পারবেন।