স্কুল থেকে ফিরলে যেসব প্রশ্ন জিজ্ঞেস করবেন সন্তানদের, বাবা-মায়ের অবশ্যই জানা উচিৎ।
সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য সে কি তোড়জোড় শুরু হয়ে যায়। রোবটের মতো দ্রুত বাচ্চাকে তৈরি করে নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাকে স্কুলে পৌঁছিয়ে দেয়া কম সময়ক্ষেপণ ও চাপের নয়। আর শুধু পৌঁছে দিলেই আপনার দায়িত্ব অনেকটা শেষ হয়ে গেলো বিষয়টা তেমন ভাবার কোনো সুযোগ নেই।
জানি এর পরেও আপনি অনেক দায়িত্ব পালন করছেন। অনেক সময় বাচ্চাকে দিচ্ছেন। কিন্তু স্কুল শেষে শিশুটি বাসায় ফিরলে বেশির ভাগ সময়ই হয়তো মা-বাবা জানতে চান না শিশুটি সারাদিন কী করেছে। আর জিজ্ঞেস করলেও হয়তো এ বিষয়ে খুব বেশি কথা বলেন না।
আর আপনিও হয়তো বিষয়টা তেমন গুরুত্ব দিলেন না। শিশুটিও হয়তো ‘হ্যাঁ’ বা ‘না’ এর মধ্যে উত্তর শেষ করে দেয়। তবে শিশুর মানসিক বিকাশ ভালোভাবে হওয়ার জন্য কিন্তু এসব বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন। স্কুল বা লেখাপড়া সম্পর্কে কোনো ভীতি নিয়ে সে মা-বাবার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে।
স্কুলে গিয়ে বাচ্চারা খোঁচাখুঁচি, ঠেলাঠেলি, মারামারি প্রায় করে থাকে। খেলতে গিয়ে মারামারি। ক্লাসে টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া, মারামারি। এরপর ২-৩ জন মিলে একজনকে আন্ডারএস্টিমেট করা। বলতে গেলে হাজারো সমস্যা। আগে থেকেই বাবা-মাকে বললে বিষয়টা জটিলও হয় না আবার সহজে মীমাংসা হয়ে যায়।
শিক্ষকরাও ছাত্রদের সাথে অনেক ভুল আচরণ করে থাকেন। এতে অনেক ছাত্র দারুন মানসিক সমস্যায় ভুগে থাকেন। শ্রেণীকক্ষে নিজের ব্যাচের বা কোচিংয়ের ছাত্রকে বেশি ফেভার করছেন বা মার্ক দিচ্ছেন। ক্লাস করানোর সময় শুধু নিজের আর নিজের কোচিংয়ের প্রশংসা।
মানসিক চাপ বা ক্ষতি থেকে শারীরিক ক্ষতি হতে থাকে। রেজাল্ট খারাপ হতে থাকে। স্কুল থেকে ফেরার পর শিশুকে জিজ্ঞেস করতে পারেন এমন কিছু প্রশ্নের তালিকা। চলুন তবে জেনে নেওয়া যাক- ১. স্কুলের কোন জায়গাটি খুব ভালো লাগে তোমার? ২. আজকে সবচেয়ে মজার কী ঘটেছে?
৩. আজকে কি কেউ তোমাকে সাহায্য করেছে? ৪. ক্লাসে আজ কে তোমার পাশে বসেছিল? তার সঙ্গে বসতে তোমার ভালো লেগেছে? ৫. কোন বিষয়টি আজ তোমাকে খুব হাসিয়েছে? ৬. কোন বিষয়টি খুব বিরক্তিকর ছিল আজ? ৭. টিফিনের বিরতিতে কার সঙ্গে খেলা করেছ? ৮. ক্লাসের সবচেয়ে মজার মানুষটি কে? ৯. ক্লাসের সবচেয়ে রাগী তোমার কাকে মনে হয়?
১০. শিক্ষকের সঙ্গে আজ কী করেছ? ১১. কোন শব্দটি শিক্ষক আজ বেশি উচ্চারণ করেছেন? ১২. আজকে কেউ কি ক্লাসে কেঁদেছিল? ১৩. শিক্ষক কি এমন কিছু শিখিয়েছে, যা তুমি একেবারেই বুঝতে পারনি? ১৪. স্কুলের কোন নিয়মটি তোমার কাছে খুব ক’ঠিন মনে হয়? ১৫. তোমার কোন বিষয়টি শিক্ষকের আজ ভালো লেগেছে?
১৬. তোমার কোন বিষয়টিতে শিক্ষক বিরক্ত হয়েছেন? ১৭. আজ কি নতুন কোনো শব্দ শিখেছ? ১৮. পাঠদানের কোন বিষয়টি তোমা’র সবচেয়ে ভালো লেগেছে? ১৯. তুমি কি স্কুলের ওয়াশরুম ব্যবহার করেছ? সেখানে যেতে কি তুমি নিরাপদ বোধ করেছ?