সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর।
দিনরাত্রি সর্বত্র সমান = নিরক্ষরেখায়।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র = সিসমোগ্রাফ।
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র = ট্যাকোমিটার।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর = ৫ জুন।
CNG -এর অর্থ = কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।
জোয়ার ভাটার তেজকটাল হয় = অমাবস্যায়।
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম = সাত সাগরের মাঝি।
‘অনল প্রবাহ’ রচনা করেন = সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ = একটি উপন্যাস।
‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা = মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় = বিহারীলাল চক্রবর্তীকে।
কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে = দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? = ফ্লোরিডা।
কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে = জাপান।
২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি = উইকিমিডিয়া ফাউন্ডেশন।
বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি = ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
‘ফেয়ার ফ্যাক্স’ কি = গোয়েন্দা সংস্থার নাম।
সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? = ১৯৭১ সালে।
ডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয় = ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত = মেক্সিকোতে।