রাসায়নিক বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

প্রশ্ন: বাতাস কোন ধরনের পদার্থ?
উত্তর: মিশ্র পদার্থ
প্রশ্ন: আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: কার্বনডাই অক্সাইড
প্রশ্ন: ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব এবং কোনটি দ্রাবক?
উত্তর: Cu দ্রাবক ও Sn দ্রাব
প্রশ্ন: আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন?
উত্তর: বাের
প্রশ্ন: পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ?
উত্তর: দ্রাবক কঠিন দ্রাব তরল
প্রশ্ন: অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে?
উত্তর: দ্রাবক যােগ করে
প্রশ্ন: 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রাবটির দ্রাব্যতা কত?
উত্তর: 9
প্রশ্ন: দ্রাব্যতা লেখ এর X অক্ষ বরাবর কি প্রকাশ করা হয়?
উত্তর: উম্নতা
প্রশ্ন: কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে?
উত্তর: আকার কমে
প্রশ্ন: অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়?
উত্তর: ফেনলপথ্যালিন গােলাপী বর্ণের হয়
প্রশ্ন: অন্তধৃতি দেখায় কোন ধাতুগুলি?
উত্তর: আয়রণ, প্যালাডিয়াম, নিকেল
প্রশ্ন: বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালাে হয়ে যায়?
উত্তর: H2S (Hydrogen Sulfide)
প্রশ্ন: কোন গ্যাসটির বর্ণ পােড়া বারুদের গন্ধযুক্ত?
উত্তর: SO2 (Sulfur dioxide)
প্রশ্ন: সমুদ্রে সাদা ধোঁয়া তৈরীর জন্য কোন যৌগ ব্যবহার করা হয়?
উত্তর: PH3
প্রশ্ন: কাপড় কাচার সােডার সঙ্কেত কী?
উত্তর: Na2CO, 10H2O
প্রশ্ন: কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব?
উত্তর: স্টীল
প্রশ্ন: সম পরিমাণ আইসােমার যুক্ত মিশ্রণকে কী বলে?
উত্তর: রেসিমিক মিশ্রণ
প্রশ্ন: প্রথম ক্লোরােফর্ম কে প্রস্তুত করেন?
উত্তর: লাইবেগ
প্রশ্ন: কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়?
উত্তর: কার্বন মনােক্সাইড
প্রশ্ন: কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়?
উত্তর: অ্যালুমিনিয়াম
প্রশ্ন: ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরী হয়?
উত্তর: বেঞ্জিন
প্রশ্ন: অনার্স CaO দ্বারা কোনটিকে শুষ্ক করা যায়?
উত্তর: NH3 গ্যাস
প্রশ্ন: কোন মিশ্রনকে অম্লরাজ বলা হয়?
উত্তর: তিনভাগ HNO3 এর সাথে একভাগ HCl এর মিশ্রণ
প্রশ্ন: টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত?
উত্তর: 2
প্রশ্ন: ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
উত্তর: ধাতু ও অধাতু উভয়ের
প্রশ্ন: দুধ কোন ধরনের দ্রবণ?
উত্তর: কলয়ডীয় দ্রবণ
প্রশ্ন: K2SO4, AI2 (SO4)3, 24H2O – ইহা কীসের সংকেত?
উত্তর: অ্যালাম
প্রশ্ন: পর্যায় সারনীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল?
উত্তর: দ্বিতীয়
প্রশ্ন: কোন বিজ্ঞানী H2 উৎপাদন করেন?
উত্তর: রবার্ট বয়েল
প্রশ্ন: অক্সিজেনের কটি আইসােটোপ পাওয়া যায়?
উত্তর: 3
প্রশ্ন: কোনটি সবচেয়ে হালকা গ্যাস?
উত্তর: হাইড্রোজেন
প্রশ্ন: কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়?
উত্তর: ফর্মিক অ্যাসিড
প্রশ্ন: বেকিং পাউডার আসলে কী?
উত্তর: সােডিয়াম বাই-কার্বনেট
প্রশ্ন: কস্টিক সােডা আসলে কী?
উত্তর: সােডিয়াম হাইড্রোক্সাইড
প্রশ্ন: প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর: বেকেরেল
প্রশ্ন: কোটি তড়িৎযােজী মৌল?
উত্তর: NaF
প্রশ্ন: কোনটি সবচেয়ে হালকা ধাতু?
উত্তর: Li
প্রশ্ন: কোন দ্রবণে টিল্ডাল এফেক্ট দেখা যায়?
উত্তর: কলয়ডীয় দ্রবণ
প্রশ্ন: পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মােটর গাড়ীর নিঃসৃত ধোঁয়ায় থাকে?
উত্তর: সীসা
প্রশ্ন: ফসজিন নামে কোন রাসায়নিক যৌগ পরিচিত?
উত্তর: কার্বোনীল ক্লোরাইড
প্রশ্ন: তড়িৎ লেপন পদ্ধতিতে লােহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
উত্তর: জিঙ্ক
প্রশ্ন: জৈবযৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয়?
উত্তর: I.U.P.A.C
প্রশ্ন: ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উৎপন্ন হয়?
উত্তর: সীসা
প্রশ্ন: তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়?
উত্তর: Y রশ্মি
প্রশ্ন: কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়?
উত্তর: ভােল্টমিটার
প্রশ্ন: LPG এর প্রধান উপাদান কোনটি?
উত্তর: বিউটেন
প্রশ্ন: CNG এর মূল উপাদান কোনটি?
উত্তর: প্রােপেন
প্রশ্ন: রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরী হয়?
উত্তর: S
প্রশ্ন: LiO2 কোন ধরনের অক্সাইড?
উত্তর: সুপার অক্সাইড
প্রশ্ন: প্রশম দ্রবনের pH কত?
উত্তর: 7
প্রশ্ন: MnO2 কোন ধরনের অক্সাইড?
উত্তর: পলি অক্সাইড
প্রশ্ন: কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়?
উত্তর: HCI
প্রশ্ন: গ্লবার সল্ট- এর সংকেত কী?
উত্তর: Na2SO4, 10H2O
প্রশ্ন: 93 % থেকে 95 % C2H5OH কে কী বলা হয়?
উত্তর: রেকটিফায়েড স্পিরিট
প্রশ্ন: ফর্মালিনের মধ্যে ফর্মালডিহাইডের পরিমাণ কত?
উত্তর: 20 %
প্রশ্ন: পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কী?
উত্তর: ইউরিয়া
প্রশ্ন: সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী?
উত্তর: আম্লিক
প্রশ্ন: প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি?
উত্তর: হীরে
প্রশ্ন: বায়ুতে শতকরা হিসাবে সবচেয়ে বেশী পরিমাণ কোন গ্যাস থাকে?
উত্তর: নাইট্রোজেন
প্রশ্ন: পারদের সংকর ধাতুকে কি বলে?
উত্তর: অ্যামাল গাম
প্রশ্ন: ফসফরাস কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে?
উত্তর: আয়ােডিন
প্রশ্ন: অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয়?
উত্তর: 1 এর কম
প্রশ্ন: বারুদে কোন উপাদানটি থাকে না?
উত্তর: পটাসিয়াম সালফেট
প্রশ্ন: যে সব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে?
উত্তর: অন্তরক পদার্থ
প্রশ্ন: কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
উত্তর: NH4OH
প্রশ্ন: তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিডে পাওয়া যায়?
উত্তর: টার্টারিক অ্যাসিড
প্রশ্ন: কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন?
উত্তর: পিস্টলী
প্রশ্ন: ডলােমাইট কোন উপাদানের আকরিক?
উত্তর: ম্যাগনেশিয়াম
প্রশ্ন: নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণিতে অবস্থিত?
উত্তর: O
প্রশ্ন: সাবানে কোন ফ্যাটি অ্যাসিডটি থাকে?
উত্তর: পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড
প্রশ্ন: কাপড় কাচার সােডার সঙ্কেত কি?
উত্তর: Na2CO2
প্রশ্ন: He এর যােজ্যতা কত?
উত্তর: 0
প্রশ্ন: কোন বস্তুর ওপর প্রলেপ দিতে হলে বস্তুটিকে ভােল্টামিটারের কোন তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়?
উত্তর: ক্যাথােড রূপে
প্রশ্ন: বিজ্ঞানী ফ্যারাডে কোথা থেকে বেঞ্জিন আবিষ্কার করেন?
উত্তর: তিমির তেল থেকে
প্রশ্ন: সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটে?
উত্তর: দ্রবণটি অসম্পৃক্ত হয়
প্রশ্ন: ধোঁয়া আসলে কী?
উত্তর: গ্যাসে কার্বনের দ্রবণ
প্রশ্ন: বায়ুতে নাইট্রোজেন না থাকলে কি ঘটত?
উত্তর: দহন ক্রিয়া তীব্ররত হত
প্রশ্ন: নাইট্রোলিম কী?
উত্তর: বর্ণহীন, গন্ধহীন গ্যাস
রেফারেন্স: