রক্ত দেখলেই অনেকে অজ্ঞান হয়ে পড়ে কেন?
এ সমস্যাটিকে বলা হয় ভ্যাসোভেগাল সিনকোপ। ‘ভ্যাসো’ বলতে বোঝানো হয় রক্তনালী এবং ‘ভেগাল’ হলো একটি বিশেষ স্নায়ু যা কিনা মস্তিষ্ক থেকে পেট বা পা পর্যন্ত আসে ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
অনেকেই রক্ত দেখে অজ্ঞান হয়ে যায় বা প্রচন্ড অস্বস্তিবোধ করে। এই সমস্যা আমাদের অনেকেরই আছে। ইনজেকশন নিতে গেলে অথবা রক্ত বের করলেও অনেকে ভয় পায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই অজ্ঞান হওয়ার কোনো ক্ষতিকর ইফেক্ট নেই।
রক্ত দেখে অজ্ঞান হই কেন?
ভ্যাসোভেগাল সিনকোপ সমস্যাটি থাকার অর্থ হলো, এক ফোঁটা রক্ত দেখলেও সে ব্যক্তির হৃদস্পন্দন অর্থাত্ হার্ট রেট মুহূর্তের মাঝে কমে যাবে। এ সময়ে পায়ের রক্তনালীগুলোতে রক্ত জমা হবে এবং মস্তিষ্ক থেকে রক্ত নিচের দিকে চলে যাবে। এতে করে রক্তচাপও কমে যাবে। ফলে ওই মানুষটি অজ্ঞান হয়ে পড়ে যাবে।
অজ্ঞান হওয়ার আগে কিছু লক্ষণ দেখা যায়। ত্বক ফ্যাকাসে হয়ে যায়, চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে। বেশিরভাগ মানুষ রক্ত দেখলে এমনটা হয়, তবে অনেকের ক্ষেত্রে আরও কিছু কারণে এমন হতে পারে। যেমন অতিরিক্ত গরম লাগলে ও মানসিক চাপ থাকলে।
আদিম যুগে পুরুষরা শিকার করত এবং নারী ও শিশুরা নিরাপদ জায়গায় থাকত। শিকারের পর রক্ত দেখে মূর্ছা গেলে পুরুষদের বাঁচাবে কে? এছাড়া আক্রমণের সময়ে নারী ও শিশুরা মূর্ছা গেলে হয়ত শত্রুরা তাদের মৃত ভেবে চলে যাবে। এসব কারণেই হয়ত ভ্যাসোভেগাল সিনকোপ মানুষের মাঝে রয়ে গেছে।