মুমুর সাত দিন।

মুমুর সাত দিন

—————————

মুমু রোজ স্কুলে যায়। লেখাপড়া করে।

শনিবার সে পড়ার টেবিল সাজায়।

রবিবার সে বাগান দেখাশোনা করে।

সোমবার গান শেখে।

মঙ্গলবার সাঁতার কাটে।

বুধবার নিজের ঘর সাফ করে।

বৃহস্পতিবার ছবি আঁকে।

শুক্রবার ছুটির দিন।

ওইদিন সে খেলাধুলা করে।

এভাবে কেটে যায় মুমুর সাত দিন।

  • সাত দিনে এক সপ্তাহ হয়।