মনিটর কাকে বলে? মনিটর কত প্রকার ও কি কি?
মনিটর কাকে বলে?
মনিটর একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের সাথে টিভি পর্দার মতো যে অংশ থাকে তাকে মনিটর বলা হয়। কম্পিউটারের সকল কাজগুলো মনিটরে দেখা যায়। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো।
মনিটরকে ভিজুয়্যাল ডিসপ্লে ইউনিটও বলা হয়। টিভি কার্ড ব্যবহার করে মনিটর দিয়ে টিভির মতো টেলিভিশন স্টেশন থেকে সম্প্রচারিত অনুষ্ঠান দেখা যায়। মনিটরের স্ক্রীনের এক কোণা থেকে অন্য কোণার মাপকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়।
সাধারণ মনিটরের সাইজ হলাে ১৪, ১৫, ১৭ এবং ২১ ইঞ্চি। ডেস্কটপ পাবলিশিং এবং গ্রাফিক্সে কাজ করার জন্যে অথবা বড় স্প্রেডশিটে কাজ করার জন্যে বড় সাইজের মনিটর বেশি সুবিধাজনক।
মনিটর কত প্রকার ও কি কি?
মনিটর সাধারণত ৫ প্রকারের হয়ে থাকে। যথাঃ
১. সিআরটি মনিটর (CRT Monitor)
২. এলসিডি মনিটর (LCD Monitor)
৩. এলইডি মনিটর (LED Monitor)
৪. ওএলইডি মনিটর (OLED Monitor)
৫. প্লাজমা মনিটর (Plasma Monitor)
সিআরটি মনিটর (CRT Monitor):
CRT এর পূর্ণরূপ হলো ক্যাথোড রে টিউব (Cathode Ray Tube)। আগেকার দিনের কম্পিউটারে CRT মনিটর ব্যবহার করা হতো, বেশি না আজ থেকে প্রায় ১৫ বছর আগে এই মনিটর ব্যবহার করা হতো।
এই মনিটর দেখতে অনেকটা পুরনো যুগের টিভির মতো। এই মনিটরে vacuum tube থাকে এর ফলে বিদ্যুৎ খরচ বেশি হয়। এই মনিটর গুলো আকারে অনেক বড় হয় এবং অনেক ভারী হয়।
এলসিডি মনিটর (LCD Monitor):
LCD এর এর পূর্ণরূপ হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (liquid crystal display)। এই মনিটরটি CRT মনিটরের আপগ্রেড ভার্সন। LCD হল ফ্লাট ডিসপ্লে (flat display) প্রযুক্তি যা কম্পিউটার মনিটর, টিভি, ল্যাপটপ, ক্যামেরা ও ক্যালকুলেটর এ ব্যবহার করা হয়। CRT মনিটরের তুলনায় LCD মনিটর অনেক পাতলা এবং CRT তুলনায় এর regulation ও অনেক ভালো।
এলইডি মনিটর (LED Monitor):
LED এর পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড (Light-emitting diode)। LED মনিটর দেখতে ঠিক LCD মনিটরের মতই এবং এই দুই মনিটরের পার্থক্য খুব কম।
LED মনিটরে emitting diode ব্যাকলাইট ব্যবহার করা হয় এর ফলে এর পিকচার কোয়ালিটি অসাধারণ হয় এবং অন্যান্য মনিটর এর তুলনায় ইলেকট্রিক বিল কম আসে। বর্তমানে এই মনিটর সবথেকে বেশি ব্যবহার হয়।
ওএলইডি মনিটর (OLED Monitor):
OLED এর পূর্ণরূপ হলো অরগানিক লাইট-এমিটিং ডায়োড (Organic Light Emitting Diode)। OLED হলো প্রযুক্তি যা LED ব্যবহার করে যেখানে আলো জৈব অণু দ্বারা উৎপাদিত হয়। এই জৈব LEDs তৈরি করতে ব্যবহৃত হয় যা বিশ্বের সেরা ডিসপ্লে প্যানেল হিসাবে বিবেচিত হয়।
OLED ডিসপ্লে দুটি কন্ডাক্টরের মধ্যে জৈব পাতলা ফিল্মের একটি সিরিজ স্থাপন করে তৈরি করা হয়। যখন একটি বৈদ্যুতিক প্রবাহ প্রয়োগ করা হয়, একটি উজ্জ্বল আলো নির্গত হয়। একটি সাধারণ নকশা – যা অন্যান্য প্রদর্শন প্রযুক্তির তুলনায় অনেক সুবিধা নিয়ে আসে।
প্লাজমা মনিটর (Plasma Monitor):
প্লাজমা মনিটর (Plasma Monitor) হলো একটি কম্পিউটার ভিডিও ডিসপ্লে, যাতে স্ক্রিনের প্রতিটি পিক্সেল একটি ক্ষুদ্র বিট প্লাজমা বা চার্জযুক্ত গ্যাস দ্বারা আলোকিত হয়, কিছুটা নিয়ন আলোর মতো। প্লাজমা ডিসপ্লে ক্যাথোড রে টিউব (সিআরটি) ডিসপ্লের চেয়ে পাতলা এবং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) থেকে উজ্জ্বল।