| অ্যাসিডের নাম |
উৎস |
| টারটারিক অ্যাসিড |
আঙ্গুর, তেতুল, আনারস, গাজর |
| সাইট্রিক অ্যাসিড |
লেবুর রস, কমলা, আঙ্গুর |
| অক্সালিক অ্যাসিড |
আমলকি, টমেটো |
| ম্যালিক অ্যাসিড |
আপেল ,টমেটো ,আনারস, কলা |
| ট্যানিক অ্যাসিড |
চা |
| অ্যাসিটিক অ্যাসিড |
ভিনেগার |
| অ্যাসকরবিক এসিড/ভিটামিন সি |
কমলা লেবু, আমলকী |
| ল্যাকটিক অ্যাসিড |
টক দই |
| এমাইল এসিটেট |
পাঁকা কলা |
| ফরমিক অ্যাসিড |
লাল পিপড়ার কামড় ও মৌমাছির হুল |
| ইউরাসিক অ্যাসিড |
সরিষার তেল |
| লিনোলিক অ্যাসিড |
সূর্যমুখী তেল |
| স্টিয়ারিক অ্যাসিড |
সাবান |
| হাইড্রোক্লোরিক এসিড বা মিউরিয়েটিক এসিড |
পাকস্থলী, পাচক রস |
| ইউরিক অ্যাসিড |
মানুষের মূত্রে |
| বিউটারিক অ্যাসিড |
বিস্বাধ মাখন |