প্রতীক এবং সংকেত কাকে বলে? প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য কি?

প্রতীক কাকে বলে?


ইংরেজি symbol শব্দটির বাংলা পারিভাষিক প্রতিশব্দ হলো প্রতীক। ইংরেজি শব্দটি এসেছে গ্রিক ক্রিয়াপদ ‘সিম্বালেঈন’ এবং বিশেষ্য ‘সিম্বলোন’ থেকে। প্রতীক হলো এমন কিছু, যা তার নিজ রূপের আড়ালে অন্য আলাদা কিছু বা অন্য আলাদা সত্তার ইশারা করে।

Symbol

অন্যভাবে বললে বলা যায়, কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমনঃ হাইড্রোজেন এর প্রতীক H, Oxygen এর প্রতীক O ইত্যাদি।

সংকেত কাকে বলে?


কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে কয়টি মৌল আছে এবং মৌলতে কয়টি পরমাণু আছে সেগুলো যে প্রতীক এর মাধ্যমে দেখানো হয় তাকে সংকেত বলে।

Signal

যেমন: সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা কস্টিক সোডার সংকেত NaOH, হাইড্রোক্লোরিক এসিডের সংকেত HCl, ভিনেগার বা এসিটিক এসিডের সংকেত CH3COOH ইত্যাদি।

প্রতীক এবং সংকেত এর মধ্যে পার্থক্য:


প্রতীক সংকেত
১. কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ১. মৌলিক বা যৌগিক পদার্থের অণু প্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে।
২. প্রতীক মৌলের নাম প্রকাশ করে। ২. সংকেত মৌল বা যৌগের নাম প্রকাশ করে।
৩. প্রতীক দ্বারা মৌলের ১টি পরমাণুকে বোঝায়। ৩. সংকেত দ্বারা সংশ্লিষ্ট পদার্থের ১টি অণুকে বোঝায়।
৪. প্রতীক এমন কিছু প্রতিনিধিত্ব করে যা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা গৃহীত হয়। ৪. সংকেত এর নিজস্ব একটি ভাষা এবং এটি মানুষের মধ্যে যোগাযোগ করতে ব্যবহৃত হয়।
৫. একটি প্রতীকের অনেক অর্থ রয়েছে এবং এটির ব্যাখ্যা ভিন্ন হতে পারে কারণ লোকেরা এটিকে ভিন্নভাবে উপলব্ধি করতে পারে। ৫. একটি সংকেত এর শুধুমাত্র একটি অর্থ আছে এবং এইভাবে অন্য কোন উপায়ে ব্যাখ্যা করা যায় না।
৬. যেমনঃ হাইড্রোজেন এর প্রতীক H, Oxygen এর প্রতীক O ইত্যাদি। ৬. যেমনঃ পানি- H2O, কার্বন ডাইঅক্সাইড- CO2, মিথেন- CH4, নাইট্রোজেন- N2 ইত্যাদি।