পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি?

পুরুষ কাকে বলে?


ব্যাকরণে পুরুষ বলতে পুরুষ জাতীয় প্রাণীকে বােঝায় না। পুরুষ শব্দটি ব্যাকরণে এক বিশেষ অর্থ বহন করে। ক্রিয়ার কর্তা এবং কর্মের বিশেষ ভাবরূপই হলো পুরুষ। ভাষায় ব্যবহৃত যাবতীয় বিশেষ্য পদ কোনাে না কোনাে পুরুষের অন্তর্গত।

অন্যভাবে বললে বলা যায়, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে পুরুষ বলে। যেমন- আমি, তুমি, সে, এটা ইত্যাদি। পুরুষ ব্যক্তি, বস্তু বা প্রাণী সব ধরণের হতে পারে।

পুরুষ কত প্রকার ও কি কি?


পুরুষ প্রধানত তিন প্রকার। যথা:

১. উত্তম পুরুষ
২. মধ্যম পুরুষ
৩. নাম পুরুষ

উত্তম পুরুষ:



Good man

বাক্যের বক্তা যে পদের দ্বারা নিজেকে বা নিজেদেরকে বোঝায় অর্থাৎ, ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে। যেমন– আমি, আমরা, মুই, মোরা ইত্যাদি। উত্তম পুরুষ সবসময় সর্বনাম পদ হয়।

মধ্যম পুরুষ:



The middle man

বক্তা যার সাথে কথা বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন: আপনি, আপনারা, তুমি, তোমরা, তুই, তোরা ইত্যাদি। মধ্যম পুরুষ‌ও সবসময় সর্বনাম পদ হয়।

নাম পুরুষ:



Name male

বাক্যের বক্তা অনুপস্থিত যেসব ব্যক্তি, বস্তু বা প্রাণীর উল্লেখ করেন, তাদের নাম পুরুষ বলে। অর্থাৎ, বক্তা যার সম্পর্কে কিছু বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে নাম পুরুষ বলে।

নাম পুরুষের সর্বনামের রূপ হলো- সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁকে, তাঁরা, তাঁদের, করিম, রহিম ইত্যাদি। সমস্ত বিশেষ্য পদই নামপুরুষ।