নির্বাচন বলতে কি বুঝায়? নির্বাচনের প্রকারভেদ সমূহ।

নির্বাচন বলতে কি বুঝায়?


নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। নির্বাচনের মাধ্যমেই ভােটারগণ একাধিক প্রতিনিধিদের মধ্য থেকে যােগ্য প্রার্থীকে ভােট দিয়ে নির্বাচিত করে। যে দল বেশি ভােট পায়, তারা সরকার গঠন করে। নির্বাচকমণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে। একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ না করলে পরবর্তী নির্বাচনে জনগণ সাধারণত সেই দলকে আর নির্বাচিত করে না। উন্নত গণতান্ত্রিক দেশে এটি যেমন সত্যি, তেমনিভাবে অনুন্নত দেশের ক্ষেত্রেও সত্যি।

Election_comisionb

বৃটেনে ২০১০ সালের নির্বাচনে লেবার পার্টির পরিবর্তে সে দেশের জনগণ কনজারভেটিভ পার্টিকে ভােট দেয়। তেমনি, বাংলাদেশে ২০০১ সালে আওয়ামী লীগের পরিবর্তে ‘বিএনপি’ কে এবং ২০০৮ সালে ‘বিএনপি’ র পরিবর্তে আওয়ামী লীগকে এ দেশের জনগণ ক্ষমতায় বসায়। এভাবেই নির্বাচন জনগণের সাথে শাসকশ্রেণির যােগাযােগের মাধ্যম হিসেবে কাজ করে।

জনগণ নির্বাচনের মাধ্যমে শাসকশ্রেণির প্রতি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমর্থন অব্যাহত রাখে। বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭৩ সাল থেকে ২০১৪ পর্যন্ত ৪০ বছরে ১৫ বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ বার ছিল গণভােট, ৩ বার রাষ্ট্রপতি এবং ১০ বার সংসদ নির্বাচন হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এসব নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নির্বাচনের প্রকারভেদ সমূহ:


নির্বাচন প্রধানত ২ প্রকার। যথাঃ

১. পরােক্ষ নির্বাচন
২. প্রত্যক্ষ নির্বাচন

পরােক্ষ নির্বাচন:



Electionn

পরােক্ষ নির্বাচন হলো জনগণের ভােটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত হওয়া। এই জনপ্রতিনিধিগণ ভােট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন, তখন তাকে বলা হয় পরােক্ষ নির্বাচন। যেমন- বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভােটে নির্বাচিত হন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হন।

প্রত্যক্ষ নির্বাচন:



Electio

যে নির্বাচন ব্যবস্থায় ভোটাররা সরাসরিভাবে ভােট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। প্রত্যক্ষ নির্বাচনে ভোটার ও প্রতিনিধির মাঝখানে কোনো মধ্যবর্তী ভোটারের মাধ্যমে ভোট হয় না। শুধু একটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমন- বাংলাদেশের সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত হন।