কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?
কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করে তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) বলে।
অন্যভাবে বললে বলা যায়, তথ্যের আদান প্রদানের জন্য একটি কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে জোড়া লাগানোর বা কানেকশন তৈরি করার যে মাধ্যমটি ব্যবহার করা হয়, তাকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে।
কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?
কম্পিউটার নেটওয়ার্কে অনেক ভাবে ভাগ করা যায়। কিন্তু প্রধানত কম্পিউটার নেটওয়ার্কে ৪ ভাগে ভাগ করা যায়। যথাঃ
১. PAN (Personal Area Network)
২. LAN (Local Area Network)
৩. MAN (Metropolitan Area Network)
৪. WAN (Wide Area Network)
PAN (Personal Area Network):
ব্যক্তিগত ব্যবহার করার জন্য বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN (Personal Area Network) বলে।
এই ধরনের নেটওয়ার্ক তৈরি করার জন্য প্রয়োজন দুটি কম্পিউটার। এছাড়া ব্লুটুথ এর মাধ্যমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN তৈরি করা যায়। আর এই নেটওয়ার্কের মাধ্যমে টেলিফোন, মোবাইল ফোন, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ডিজিটাল ক্যামেরা, নোটবুক ইত্যাদি ব্যবহার করা যায়।
LAN (Local Area Network):
Local Area Network কে সংক্ষেপে ল্যান (LAN) বলা হয়। দুই বা একাধিক কম্পিউটার এর মধ্যে ১০০ মিটার বা তার কম এরিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network) বলে।
এই ধরনের নেটওয়ার্ক গঠন করা খুব সহজ। এতে ব্যবহৃত ডিভাইস সমুহের দাম খুব কম। LAN নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইস সমুহ হলো হাব, সুইচ, রিপিটার। বর্তমানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, ছোট-মাঝারি অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN ব্যবহার করা হয়। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইস সমূহের পরস্পরের মধ্যে তথ্য-উপাত্ত এবং রিসোর্স শেয়ার করা।
MAN (Metropolitan Area Network):
মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network), একে সংক্ষেপে ম্যান (MAN) বলা হয়। একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)।
এই ধরনের নেটওয়ার্ক, PAN এবং LAN এর মতো ছোট ছোট নেটওয়ার্ক গুলিকে কানেকশন ঘটানোর জন্য তৈরি করা হয়। এ নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড হতে পারে। এ ধরনের নেটওয়ার্ক এ ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার, সুইজ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।
WAN (Wide Area Network):
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network), একে সংক্ষেপে ওয়্যান (WAN) বলা হয়। একাধিক কম্পিউটার বা ডিভাইসের মাধ্যমে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সংযোগ স্থাপন করার ফলে একাধিক শহর বা একটি দেশ বা সম্পূর্ণ পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN বলে।
এই নেটওয়ার্ক সিস্টেম এর মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে তথ্য আদান-প্রদান খুব সহজেই করতে পারি। আর এই নেটওয়ার্ক সিস্টেম সম্পন্ন করার জন্য এর স্পিড সাধারণ ১২০০ Mbps থেকে ২৪০০ Mbps পর্যন্ত হয়ে থাকে।