কি কি লক্ষণ দেখলে বুঝবেন একটি শিশু অটিজমে আক্রান্ত।

অটিজম মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এতে আক্রান্ত শিশুদের সাধারণত তাদের বয়স অনুযায়ী জ্ঞানীয় বিকাশ হয় না। তারা বুদ্ধি খাটিয়ে কোনো সমস্যার সমাধান, ভাষাগত দক্ষতা অর্জন বা সামাজিক মিথস্ক্রিয়া করতে পারে না। এই লক্ষণগুলো শুধু বাচ্চাদের মধ্যেই পাওয়া যায়।

অটিজম শিশুর প্রাথমিক লক্ষণসমূহ:


  • ১২ মাস বয়সের মধ্যে আধো আধো বোল না বলা, পছন্দের বস্তুর দিকে ইশারা না করা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • ১৬ মাসের মধ্যে কোন প্রকার শব্দ বলতে না পারা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • ২৪ মাস বয়সের মধ্যে দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে না পারা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • বয়স উপযোগী সামাজিক আচরণ করতে না পারা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ হলো শিশুর ভাষা শিখতে বা বুঝতে সমস্যা হওয়া।

  • চোখে চোখ না রেখে কথা বলা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • নাম ধরে ডাকলে সাড়া না দেয়া ও হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • অন্যের সাথে মিশতে না চাওয়া এবং আদর নিতে বা দিতে সমস্যা হওয়া অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • শব্দ, আলো, স্পর্শ ইত্যাদি বিষয়ে কম বা বেশি প্রতিক্রিয়া দেখানো অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • পছন্দের বা আনন্দের বস্তু বা বিষয় অন্যদের সাথে ভাগাভাগি করতে না পারা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • অন্যের বলা কথা বার বার বলা। এছাড়া বার বার একই আচরণ করা অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • স্বাভাবিক আচরণ করতে না পারা। এছাড়া আনন্দের বিষয়ে আনন্দ না পাওয়া অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।

  • পরিবেশ অনুযায়ী মুখ ভঙ্গি পরিবর্তন না করা। একই কাজ বারবার করা (হাত নাড়ানো, তালি দেয়া) অটিজম শিশুর প্রাথমিক লক্ষণ।