মরিচা কাকে বলে? মরিচা প্রতিরোধের উপায় কি কি?

মরিচা কাকে বলে?


একখণ্ড বিশুদ্ধ লোহাকে জলীয়বাষ্পের উপস্থিতি দীর্ঘদিন বাইরে ফেলে রাখলে লোহার খন্ডটির উপরে বাদামী বর্ণের যে আবরণ লক্ষ্য করা যায় তাকেই মরিচা বলে। মরিচার রাসায়নিক নাম “ফেরিক অক্সাইড অথবা আয়রন”। লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও পানির বিক্রিয়ায় এটি তৈরি হয়।

Rust_Rust

অন্যভাবে বললে বলা যায়, লোহাকে আদ্র বাতাসে রেখে দিলে তার ওপর বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, যা মরিচা নামে পরিচিত।

মরিচা প্রতিরোধের উপায়সমূহঃ


  • লোহার উপর রং, গ্রীজ, আলকাতরা ও বার্নিশের প্রলেপ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

  • লোহার উপর ইলেকট্রোপ্লেটিং-এর মাধ্যমে জিংক, ক্রোমিয়াম, কপার ও নিকেলের আবরণ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

  • লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে Ni, Cr ইত্যাদি ধাতুর প্রলেপ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

  • লোহার উপর গ্যালভানাইজিং (জিংক) প্রলেপ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

  • লোহার তৈরি দ্রব্যের উপর প্লাস্টিকের আবরণ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

  • টিন প্লেটিং করা। অর্থাৎ, লোহাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে টিনের প্রলেপ দেওয়ার ফলে মরিচা প্রতিরোধ করা যায়।

  • লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের পাতলা প্রলেপ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।

  • লবণ ও লেবু ব্যবহার করে। লবণের ক্ষয়কারক এবং লেবুর অ্যাসিডিক উপাদান খুব সহজে এবং ঝটপট মরিচা দূর করার ক্ষমতা রাখে।

  • লোহাকে গলিত দস্তায় ডুবিয়ে লোহার উপর দস্তার পাতলা প্রলেপ দিয়ে মরিচা প্রতিরোধ করা যায়।