ভোল্টেজ ও রেজিস্ট্যান্স কাকে বলে? ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি?
ভোল্টেজ কাকে বলে?
ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ। পরিবাহীর অভ্যন্তরীণ থাকা ইলেকট্রন (-ঋণাত্মক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ (Voltage) বলে। ভোল্টেজের প্রতীক হলো V এবং এর একক হলো ভোল্ট (Volt)।
অন্যভাবে বললে বলা যায়, অসীম বা শূণ্য বিভবের স্থান থেকে একটি একক ধণাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা হলো ঐ স্থানের বিভব বা ভোল্টেজ।
রেজিস্ট্যান্স কাকে বলে?
কোনাে পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় এটি পরিবাহী দ্বারা কমবেশি কিছু বাধা পায়। এই বাধাকে পরিবাহীর রেজিস্ট্যান্স বা রােধ বলে। রেজিস্ট্যান্স এর রোধকে R দিয়ে প্রকাশ করে হয়ে থাকে। এর একক ওহম (Ω)।
অন্যভাবে বললে বলা যায়, রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহীর একটি বিশেষ ধর্ম। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাঁধা প্রাপ্ত হয়, তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে।
ভোল্টেজ ও রেজিস্ট্যান্স এর মধ্যে পার্থক্য:
ভোল্টেজ | রেজিস্ট্যান্স |
১. পরিবাহীর অভ্যন্তরীণ থাকা ইলেকট্রন (-ঋণাত্মক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। | ১. পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাঁধা প্রাপ্ত হয়, তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। |
২. ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ। | ২. রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহীর একটি বিশেষ ধর্ম। |
৩. ভোল্টেজ বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়বে ও ভোল্টেজ কমলে বিদ্যুৎ প্রবাহ কমবে। | ৩. রেজিস্ট্যান্স বাড়লে বিদ্যুৎ প্রবাহ কমবে এবং রেজিস্ট্যান্স কমলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। |
৪. ভোল্টেজ এর প্রতীক হলো- V। | ৪. রেজিস্ট্যান্স এর প্রতীক হলো- R বা r। |
৫. ভোল্টেজ পরিমাপের যন্ত্রের নাম ভোল্ট মিটার (Voltmeter)। | ৫. রেজিস্ট্যান্সের পরিমাপের যন্ত্রের নাম ওহম মিটার (Ohm meter)। |
৬. ভোল্টেজ এর একক (Volt) ভোল্ট। | ৬. রেজিস্ট্যান্স এর একক ওহম (Ω)। |