টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম মূলত বোনা কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে টেক্সটাইল শব্দটি একটি বহুল ব্যবহৃত শব্দ যার মধ্যে তুলা, পাট, উল, সিল্ক, হেম্প) সমস্ত প্রকার প্রক্রিয়া যেমন, (উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং) ইত্যাদি সবগুলোই টেক্সটাইলের মধ্যে অন্তর্ভুক্ত।
টেক্সটাইলের কাঁচামাল থেকে শুরু করে গার্মেন্টস ফিনিশিং পর্যন্ত যতগুলো প্রসেসিং হয় সবগুলোই টেক্সটাইলের অন্তর্ভুক্ত। টেক্সটাইল শব্দের উৎপত্তি লেট্রিন শব্দ টেক্সার (Texere) থেকে।
টেক্সটাইল শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি সম্ভাবনাময় দিক। টেক্সটাইল শিল্পের বিকাশের লক্ষ্যে টেক্সটাইল শিক্ষার জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইন্সটিটিউট গড়ে উঠেছে।
ক্রমিক নং | সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট (এস.এস.সি সমমান) |
01. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ঠাকুরগাঁও হাজীপাড়া, ঠাকুরগাঁও |
02. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গাজীপুর শ্রীপুর, গাজীপুর |
03. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, দিনাজপুর বিরামপুর, দিনাজপুর |
04. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ময়মনসিংহ গৌরীপুর, ময়মনসিংহ |
05. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, রংপুর জুম্মাপাড়া, রংপুর |
06. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, জামালপুর বকশীগঞ্জ, জামালপুর |
07. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বগুড়া এজাজ সুপার মার্কেট, বনানী, বগুড়া |
08. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পাবনা অরনকোলা, ঈশ্বরদী, পাবনা |
09. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, রাজশাহী সিপাইপাড়া, রাজশাহী |
10. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, নাটোর গোপালপুর, লালপুর, নাটোর |
11. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, মাদারীপুর মাঝবাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ |
12. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গোপালগঞ্জ রাজৈর, মাদারীপুর |
13. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, মুন্সীগঞ্জ মালখানগর, সিরাজদিখান, মুন্সীগঞ্জ |
14. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ মিজমিজি, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ |
15. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, নরসিংদী কৃষ্ণপুর, মনোহরদী, নরসিংদী |
16. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, কুষ্টিয়া থানাপাড়া, কুষ্টিয়া |
17. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, যশোর শেখহাটি বাবলাতলা, যশোর |
18. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, খুলনা শেরেবাংলা রোড, গল্লামারি, খুলনা |
19. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বাগেরহাট দশানী, বাগেরহাট |
20. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পিরোজপুর পারেরহাট রোড পিরোজপুর |
21. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ঝালকাঠি ৪৪, আড়ৎদার পট্টি, ঝালকাঠি |
22. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বরগুণা চরকলোনী, বরগুণা |
23. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পটুয়াখালী গলাচিপা, পটুয়াখালী |
24. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বি-বাড়িয়া খড়মপুর, আখাউড়া, বি-বাড়িয়া |
25. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, কুমিল্লা ২৮৪, চম্পকনগর, কুমিল্লা |
26. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, লক্ষীপুর আটিয়াতলী, লক্ষিপুর |
27. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, রাঙ্গামাটি দক্ষিণ কালিন্দিপুর, টি এন্ড টি, এলাকা, রাঙ্গামাটি |
28. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, চট্টগাম ছদু চৌধুরী রোড, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম |
29. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পার্বত্যজেলা বালুঘাটা, বান্দরবান, পাবর্ত্য জেলা |
30. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, খাগড়াছড়ি শালবন, খাগড়াছড়ি |
31. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গাইবান্ধা আর্দশপাড়া, বাংলাবাজার, গাইবান্ধা |
32. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, নওগাঁ রজাকপুর, নওগাঁ |
33. | টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, রামাইগাছি, নাটোর |
34. | টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, গফরগাঁও, ময়মনসিংহ |
35. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, মানিকগঞ্জ চান্দুরা, গড়পাড়া, মানিকগঞ্জ |
36. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, নোয়াখালী গাবুয়া, নোয়াখালী |
37. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, কিশোরগঞ্জ করমূলি, মারিয়া, কিশোরগঞ্জ |
38. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, কক্সবাজার রামু, কক্সবাজার |
39. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ফরিদপুর কমলাপুর, বায়তুল আমান, ফরিদপুর |
40. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, টাংগাইল কালিহাতি, টাংগাইল |
41. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সিরাজগঞ্জ তালগাছি, শাহজাদপুর, সিরাজগঞ্জ |
42. | টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, চাপাইনবাবগঞ্জ তাহেরপুর, চাপাইনবাবগঞ্জ |
ক্রমিক নং | বিশ্ববিদ্যালয় (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) |
01. | বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, উত্তরা শিল্প এলাকা, ঢাকা |
02. | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা |
03. | শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা, ঢাকা |
04. | বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা |
05. | সাউথ ইস্ট ইউনিভার্সিটি, তেজগাঁও, ঢাকা |
06. | আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা | 07. | সিটি ইউনিভার্সিটি, ঢাকা |
08. | সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা |
09. | প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বনানী, ঢাকা |
10. | নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা |
11. | গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মিরপুর, ঢাকা |
12. | অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উত্তরা, ঢাকা |