বৈদেশিক সম্পর্ক ও বানিজ্য বিষয়ক প্রশ্নোত্তর।
বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সক্রিয় সদস্য।১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে ডাব্লুটিওর শাসনামলে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার বিষয়াদি দেখাশোনা করার জন্য জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে
নিচে বৈদেশিক সম্পর্ক ও বানিজ্য বিষয়ক কয়েকটি প্রশ্নোত্তর দেওয়া হলো –
বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান = ইন্দিরা গান্ধী।
ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় যে তারিখে = ১৯৭২ সালের ১৯ মার্চ।
ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় = ১৯৭২ সাল।
রোহিঙ্গারা যে দেশের নাগরিক = মিয়ানমার।
মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় = ১৯৮২ সালে।
নাসাকা যে দেশের সীমান্তরক্ষী বাহিনী = মিয়ানমার।
“মংডু’ যে দুটি দেশের সীমান্ত এলাকা = বাংলাদেশ ও মিয়ানমার।
মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম = অনান কমিশন।
রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত আনান কমিশনের সদস্য = ৯ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যে তারিখে বাংলাদেশ সফরে আসেন = ২০ মার্চ, ২০০০।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর করেন = বিল ক্লিনটন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট চালু হয় = ২৩ জুলাই, ২০১১।
বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে = ১৫ জুন, ২০১৫।
বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় = রোহিঙ্গা।
রোহিঙ্গাদের প্রকৃত বাসস্থান = মিয়ানমারের রাখাইন।
রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল = আরাকান।
রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম = আরাকান।
রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের যে অঞ্চলের অধিবাসী = নর্থ রাখাইন স্টেট।
বাংলাদেশ “হানা’ চুক্তি স্বাক্ষর করে = ১৯৯৮ সালে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে তার নাম = TICFA।
টিকফা চুক্তির দুই পক্ষ = বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।
পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি = এফ. আর. খান।
আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার = ফজলুর রহমান খান।
বাংলাদেশের যে স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন = ফজলুর রহমান খান।
অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী = এম জাহিদ হাসান।
বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ = জাপান।
বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ = জাপান।
জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম = জাইকা।
জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম = জেটরো।
যে দেশের সাথে বাংলাদেশের কোন কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই = ইসরায়েল।
যে দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই = ইসরায়েল।
যে দেশে বাংলাদেশী পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা যায় না = ইসরায়েল।
বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান যে বিশ্ববিদ্যালয় কাজ করেন = প্রিন্সটন।
বাংলাদেশের যে সরকার প্রধান প্রথম চীনের রাষ্ট্রীয় সফরে যান = প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বাংলাদেশের যে দেশের দূতাবাস নেই = তাইওয়ান।
বাংলাদেশ চীন মৈত্রী সেতু যে নদীর উপর অবস্থিত = বুড়িগঙ্গা।
বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে যে দেশের পতাকার = জাপান।
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে = বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম।
বিশ্বের যে দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই = ইসরায়েল।
বিশ্বের যে রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই = ইসরায়েল।
বাংলাদেশের যে রাষ্ট্রপতি ইরান-ইরাক যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন = জিয়াউর রহমান।
BIDA এর পূর্ণরূপ = Bangladesh Investment Development Authority।
বাংলাদেশের যে খাতে সর্বাধিক সরাসরি বিনিয়োগ হয়েছে = এনার্জি।
বাংলাদেশের সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ = চীন।
সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্টিত ব্যবসাকে সংক্ষেপে বলা হয় = PPP
“পিপিপি’ এর পুরোরূপ হলো = পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।
বাংলাদেশে বিনিয়োগ বোর্ডে মন্ত্রণালয়ের অধীন = প্রধানমন্ত্রীর কার্যালয়।
বাংলাদেশের বিদেশী পরিমাণ সবচেয়ে বেশি যে দেশের = চীন।
FDI হলো = Foreign Direct Investment।