সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর
প্রশ্নঃ ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাসটি?
উত্তরঃ অ্যাসিটিলিন
উত্তরঃ অ্যাসিটিলিন
প্রশ্নঃ কৃষকের বন্ধু বলা হয় কাকে?
উত্তরঃ কেঁচো
উত্তরঃ কেঁচো
প্রশ্নঃ পস্বর্গীয় গাছ বলা হয় কোনটিকে?
উত্তরঃ নারিকেল গাছকে
উত্তরঃ নারিকেল গাছকে
প্রশ্নঃ কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তরঃ তুলা
উত্তরঃ তুলা
প্রশ্নঃ ভারতের জাতীয় জলচর প্রানীর নাম কী?
উত্তরঃ ডলফিন
উত্তরঃ ডলফিন
প্রশ্নঃ White House কোন দেশের প্রসিডেন্ট এর বাসস্থান?
উত্তরঃ আমেরিকা
উত্তরঃ আমেরিকা
প্রশ্নঃ পুরোপুরি হাতে আঁকা বিশ্বের প্রথম অ্যানিমেশন ফিল্মের নাম কী?
উত্তরঃ Loving Vincent
উত্তরঃ Loving Vincent
প্রশ্নঃ গান পাউডার বা বারুদ কী দিয়ে তৈরি হয়?
উত্তরঃ সালফার, চারকোল, অ্যালুমিনিয়াম
উত্তরঃ সালফার, চারকোল, অ্যালুমিনিয়াম
প্রশ্নঃ মাস্টারদা সুর্য সেন কত সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন?
উত্তরঃ 18 ই এপ্রিল 1930
উত্তরঃ 18 ই এপ্রিল 1930
প্রশ্নঃ কোন রক্তের গ্রুপে এন্টিবডি নেই?
উত্তরঃ AB
উত্তরঃ AB
প্রশ্নঃ 1 নটিক্যাল মাইল = কত কিমি?
উত্তরঃ 1.852 কিমি
উত্তরঃ 1.852 কিমি
প্রশ্নঃ উল্কার অপর নাম কি?
উত্তরঃ ছুটন্ত তারা
উত্তরঃ ছুটন্ত তারা
প্রশ্নঃ কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
উত্তরঃ ফ্যাদোমিটার
উত্তরঃ ফ্যাদোমিটার
প্রশ্নঃ কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য আছে?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার
প্রশ্নঃ ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তরঃ Delta
উত্তরঃ Delta
প্রশ্নঃ কয়টি ভঙ্গিল পর্বতের নাম লেখ?
উত্তরঃ হিমালয়, আল্পস, রকি
উত্তরঃ হিমালয়, আল্পস, রকি
প্রশ্নঃ ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কী?
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কী?
উত্তরঃ ICICI BANK OF INDIA
উত্তরঃ ICICI BANK OF INDIA
প্রশ্নঃ “Big Push Theory” র স্রষ্টা কে?
উত্তরঃ আর রোডান
উত্তরঃ আর রোডান
প্রশ্নঃ FATHER OF Economics কাকে বলা হয়?
উত্তরঃ Adam smith
উত্তরঃ Adam smith
প্রশ্নঃ WTO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা
উত্তরঃ জেনেভা
প্রশ্নঃ WTO এর পুরোনো নাম কী?
উত্তরঃ GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়
উত্তরঃ GATT (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়
প্রশ্নঃ আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
প্রশ্নঃ ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ সারনাথ
উত্তরঃ সারনাথ
প্রশ্নঃ Debit, Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ল্যাটিন
উত্তরঃ ল্যাটিন
প্রশ্নঃ ‘Planned Economy for India’ বইয়ের লেখক?
উত্তরঃ M Vishveshwar
উত্তরঃ M Vishveshwar
প্রশ্নঃ RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে?
উত্তরঃ বাঘ (পূর্বে সিংহের স্কেচ ছিলো)
উত্তরঃ বাঘ (পূর্বে সিংহের স্কেচ ছিলো)
প্রশ্নঃ হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক?
উত্তরঃ চীন
উত্তরঃ চীন
প্রশ্নঃ পথের পাঁচালি কে লেখেন?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ চোখের বালি কে লেখেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তরঃ এডমন্ড হ্যালি
উত্তরঃ এডমন্ড হ্যালি
প্রশ্নঃ কোন দেশের জাতীয় সংগীত সবথেকে পুরনো?
উত্তরঃ জাপান
উত্তরঃ জাপান
প্রশ্নঃ মোনালিসা ছবিটি এখন কোথায় রাখা আছে?
উত্তরঃ প্যারিসের ল্যুঁভর মিউজিয়ামে
উত্তরঃ প্যারিসের ল্যুঁভর মিউজিয়ামে
প্রশ্নঃ ক্যালেন্ডার প্রথম কারা ব্যবহার করেন?
উত্তরঃ মিশর দেশের রাজারা
উত্তরঃ মিশর দেশের রাজারা
প্রশ্নঃ কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে?
উত্তরঃ ভেনেজুয়েলা
উত্তরঃ ভেনেজুয়েলা
প্রশ্নঃ অমরনাথ কোথায় অবস্থিত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর
উত্তরঃ জম্মু ও কাশ্মীর
প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ 3:2
উত্তরঃ 3:2
প্রশ্নঃ ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি?
উত্তরঃ এন টি পি সি
উত্তরঃ এন টি পি সি
প্রশ্নঃ ‘Moonwalk’ কার আত্মজীবনী?
উত্তরঃ মাইকেল জ্যাকসন
উত্তরঃ মাইকেল জ্যাকসন
প্রশ্নঃ অ্যানি বেসান্ত কে ছিলেন?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি।
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি।