সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্ন ও উত্তর
পানি জমলে আয়তন = বাড়ে।
মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত = 98.4° ফারেনহাইট।
N.I.P এর পূর্নরূপ কি = Normal Temperature & Pressure.
তেজস্ক্রিয় পদার্থ নয় = লৌহ।
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারন = বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য = ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন = উপরে বায়ুর চাপ বেশি থাকে।
গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কেন = কালো কাপড় শরীরের তাপ কে বাহিরে যেতে দেয় না।
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন = শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
প্লাস্টার অব প্যারিস বলা হয় = দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট।
উড পেন্সিলের “সিস” হলো = গ্রাফাইট, 2B, 4B, 6B পেন্সিলের শীষ গ্রাফাইট থাকে।
পরম শূন্য তাপমাত্রা সমান = 273° সেন্টিগ্রেড।
এস আই পদ্ধতিতে তাপের একক = জুল।
একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা = অপরিবর্তিত থাকবে।
সি এন জি গাড়ী চলে = অটো চক্রে।
বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় = ফিকুসেনসী মডুলেশন করে।
আলট্রাসনোগ্রাফি কি = ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
হীরক উজ্জ্বল দেখায় কারন = আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন = বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।
শুষ্ক বরফ বলা হয় = হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে।
কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় = ক্যাডসিয়াম।
পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কারন = কেরোসিন পানির চেয়ে হালকা।
অ্যামোনিয়াম সালফেট কি = একটি লবন।
কাঁচ কি দিয়ে তৈরি = Si02, যার অন্য নাম সিলিকা,
বালির প্রধান উপাদান কি = সিলিকা।
ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলো কি কি = হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড।
টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কি = মনো সোডিয়াম গ্লুটামেট, আজিনামোটো।
পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় = দুধকে।
প্রানীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় = মিথেন।
রেকটিফাইড স্পিরিট হলো = 95% ইথাইল এলকোহল + 5% পানি।
গ্যালভানাইজেশন হল লোহার উপর = দস্তার প্রলেপ।
স্যাকারিন প্রস্তুত করা হয় = টলুইন হতে।
কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে = ডিজেল।
মৌলিক পদার্থ নয় = ফসফিন।
কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয় = কার্বন মনোক্সাইড।
কোন গ্যাসের রং লালচে বাদামী = নাইট্রোজেন ডাই অক্সাইড।
এসিড বৃষ্টির জন্য দায়ী = সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড।
কোন ধাতু সর্বাপেক্ষা হালকা = লিথিয়াম।
কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী = রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস।
ফ্রেয়ন কার ট্রেড নাম = CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন।
লাফিং গ্যাস কি = No2
কাপড় কাচার সোডা কোনটি = Na2CO3
নোবল গ্যাস নয় = ওজন।
কোন ধাতু কে পোড়ালে উজ্জল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয় = সোডিয়াম।
কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে = গ্রাফাইট।
টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন = এটি দাঁতের ক্ষয়রোধ করে।
কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় = ক্লোরোপিক্রিন।
যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে = মৌলিক ধাতু।
জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয় = কালো সোনা।
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় = নাইট্রিক এসিড।
মানুষের রক্তের PH কত = 7.4
স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয় = নিকেল ও ক্রোমিয়াম।
ভিনেগার = 10% এসিটিক এসিডের জলীয় দ্রবণ।
“অ্যাকোয়া রিজিয়া” বলতে কি বুঝায় = কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রন।
দুধের রং সাদা হয় কেন = কার্বোহাইড্রেটের জন্যে।
মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় = 24 বছরে।
উদ্ভিদের সালোকসংশ্লেষণে কাজ করে = ক্লোরোফিল।
যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং = সাদা।
জিনের রাসায়নিক গঠন উপাদান কে বলা হয় = DNA
পাউরুটি পালানোর জন্য কোন ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয় = ঈস্ট।
কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন = প্রস্বেদন রোধ করার জন্য।
ভাইরাস একটি = অকোষীয় জীব।
শৈবাল কোন জাতীয় উদ্ভিদ = স্বভোজী
উদ্ভিদ কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার নিয়মকে বলে = প্রস্বেদন।
CNG এর পূর্নরূপ কি = Compressed Natural Gas.
PCR এর পূর্নরূপ কি = পলিমার চেইন রিঅ্যাকশন।
C6H14 এর আইসোমারের সংখ্যা = 6 টি।
হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই = ইলেকট্রন।
অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে = তরল কার্বন ডাই অক্সাইড।
তরল ধাতু = পারদ।
H+ আয়ন দ্রবণ্যের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে = pH
যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে = আইসোটোপ।
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে আইসোটোন।
“শিমের বিচি” কোন ধরনের খাদ্য = আমিষ।
ডিম ও দুধে কোন ভিটামিন নেই = সি।
” গলগন্ড” রোগ হয় কিসের অভাবে = আয়োডিন।
পানি বাহিত রোগ = জন্ডিস।
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে = ক্রোমোজোম।
মানবদেহের বৃদ্ধির জন্য দরকার = আমিষ।
কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে = স্কার্ভি।
রক্তে লোহিত কনিকার কাজ কি = অক্সিজেন বহন করা।
এইডস রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে = শ্বেত কনিকা।
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে = স্ট্রোক।
সুষম খাদ্যে প্রধানত তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত = 4:1:1
আমিষের সহজলভ্য উৎস হলো = চিনাবাদাম।
বহুকোষী প্রানী নয় = অ্যামিবা।
ক্যান্সার রোগের প্রধান কারণ কি = কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে = হেপারিন।
ভিটামিন “এ” এর অভাবে কোন রোগ হয় = রাতকানা।
কোনটি মশাবাহিত রোগ = ডেঙ্গু।
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না = সালোসংশ্লেষণ।
এন্টিবায়োটিকের কাজ করে = জীবাণু ধ্বংসে।
প্রোটিন তৈরিতে ব্যবহার হয় = অ্যামাইনো এসিড।
মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কতদিন = 120 দিন।
মানবদেহে কতটি হাড় আছে = 206
সকল সম্পূরক উদ্ভিদ = স্বভোজী
সর্বাধিক পটাসিয়ামযুক্ত খাদ্য কোনটি = ডাব।
হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো বলে = এনজিও প্লাস্ট।
নিউমোনিয়া রোগটি হয় = ফুসফুসে।