বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তালিকা।
বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় মহা পুলিশ পরিদর্শক IGP (আইজিপি)।
চুরি-ডাকাতি রোধ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ পুলিশে পুরুষ-নারী উভয়ই চাকুরী করছে।
| ক্রমিক নং | প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তালিকা |
| 01. | পুলিশ স্টাফ কলেজ, ঢাকা |
| 02. | বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী |
| 03. | ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ট্রেনিং সেন্টার, আশুলিয়া, ঢাকা। |
| 04. | পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল |
| 05. | আর্মড পুলিশ ব্যাটালিয়ন ট্রেনিং স্কুল, বগুড়া |
| 06. | পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর |
| 07. | র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস ট্রেনিং স্কুল, গাজীপুর, ঢাকা |
| 08. | পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা |
| 09. | ঢাকা মেট্রোপলিটান পুলিশ ট্রেনিং একাডেমি, রাজারবাগ, ঢাকা |
| 10. | পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী |
| 11. | টেলিকমিউনিকেশনস ট্রেনিং সেন্টার, রাজারবাগ, ঢাকা |
| 12. | ইনসার্ভিস ট্রেনিং সেন্টার,কক্সবাজার |
| 13. | মটর ড্রাইভার টেনিং স্কুল, জামালপুর |
| 14. | ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস), রাজারবাগ, ঢাকা |
| 15. | ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল, মিল ব্যারাক, ঢাকা |
| 16. | ফরেনসিক ট্রেনিং ইন্সটিটিউট, মালিবাগ, ঢাকা |
| 17. | পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙ্গামাটি |
| 18. | স্পেশাল ব্রাঞ্চ ট্রেনিং স্কুল, মালিবাগ, ঢাকা |
| 19. | পুলিশ পীসকিপারস ট্রেনিং স্কুল, রাজারবাগ, ঢাকা |
- এগুলো ছাড়াও প্রতি জেলায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আছে।

