ট্রি টপোলজি (Tree Topology) কাকে বলে? ট্রি টপোলজির (Tree Topology) সুবিধা ও অসুবিধা কি?
ট্রি টপোলজি (Tree Topology) কাকে বলে?
যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি (Tree Topology) বলে। ট্রি টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
অর্থাৎ, প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। এ টপোলজি অনেক গুলো স্টার টপোলজি মিলে গঠিত। অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী।
ট্রি টপোলজির (Tree Topology) সুবিধা ও অসুবিধা কি?
ট্রি টপোলজির (Tree Topology) সুবিধা সমূহ: |
১. ট্রি টপোলজি (Tree Topology) নেটওয়ার্ক ট্র্যাফিককে হ্রাস করে। এটি অনেক হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার বিক্রেতার সাথে সামঞ্জস্যপূর্ণ। |
২. বড় ধরণের নেটওয়ার্ক গঠনে বা অফিস ব্যবস্থাপনার কাজে ট্রি টপোলজি (Tree Topology) নেটওয়ার্ক খুবই উপযোগী। |
৩. ট্রি টপোলজির (Tree Topology) মাধ্যমে দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করা যায়। |
৪. নেটওয়ার্কের অন্য শাখাগুলির কোনও ডিভাইস যদি ক্ষতিগ্রস্ত হয় তবে নেটওয়ার্কের বাকি শ্রেণিবিন্যাসের ডিভাইসগুলিতে কোন প্রকার ক্ষতি হয় না। |
৫. নতুন কোন কম্পিউটার সংযোগ বা বাদ দিলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। এছাড়া ট্রি টপোলজিতে ত্রুটি সনাক্তকরণ এবং সংশোধন খুব সহজ। |
৬. ট্রি টপোলজিতে (Tree Topology) প্রতিটি পৃথক সেগমেন্ট এর জন্য পয়েন্ট-টু-পয়েন্ট ওয়্যারিং রয়েছে। |
৭. ট্রি টপোলজিতে (Tree Topology) শাখা-প্রশাখা তৈরির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। |
৮. ট্রি টপোলজিতে (Tree Topology) ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। |
ট্রি টপোলজির (Tree Topology) অসুবিধা সমূহ: |
১. রুট বা সার্ভার কম্পিউটারে কোন ত্রুটি দেখা দিলে ট্রি টপোলজি (Tree Topology) নেটওয়ার্ক অচল হয়ে যায়। |
২. অন্য সব টপোলজির তুলনায় ট্রি টপোলজির (Tree Topology) গঠন প্রক্রিয়া জটিল প্রকৃতির। |
৩. ট্রি টপোলজির (Tree Topology) বাস্তবায়ন ব্যয় অপেক্ষাকৃত বেশি। |
৪. অন্য সব টপোলজির তুলনায় ট্রি টপোলজিতে (Tree Topology) তার বা ক্যাবল বেশি লাগে। |
৫. ট্রি টপোলজিতে (Tree Topology) নতুন কোন নোড যুক্ত করলে রক্ষণাবেক্ষণ আরও কঠিন হয়ে যায়। |
৬. অন্তরবর্তী কম্পিউটারগুলো নষ্ট হলে নেটওয়ার্কের অংশবিশেষ অকার্যকর হয়ে যায়। |
৭. ট্রি টপোলজি মূলত মূল বাস ক্যাবলের উপর নির্ভর করে এবং প্রধান বাস ক্যাবলের ব্যর্থতা সামগ্রিক নেটওয়ার্কের ক্ষতি করে। |
৮. ট্রি টপোলজিতে (Tree Topology) প্রধান মেশিন টি খারাপ হয়ে গেলে পুরো নেটওয়ার্ক টি অকেজো হয়ে পড়ে। |