বসন্তরোগ
বসন্তরোগ বা জলবসন্ত বা চিকেনপক্স অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। এটি ভাইরাস বাহিত একটি রোগ। সংক্রামক রোগের তালিকায় উপরের দিকে এর অবস্থান। ভাইরাস আক্ৰান্ত ব্যাক্তি থেকে দ্রুত অন্যজনে ছড়িয়ে পড়ে। Varicella-zoster নামক ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়ে থাকে। এই রোগে আক্রান্তের হার বসন্তকালে সবচেয়ে বেশি। অর্থাৎ ফেব্রুয়ারী-মার্চ এই সময়টায় এই ভ্যারিসেলা ভাইরাস- এর প্রাদুর্ভাব বেড়ে যায়।