Dengu
শিশু থেকে বৃদ্ধ সবারই হচ্ছে ডেঙ্গু জ্বর। এখন ডেঙ্গু শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ নেই। সারাদেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু হলে খাবার-দাবার ও পুষ্টির দিকে খেয়াল রাখা কম জরুরি নয়। খাবার ব্যাপারে বড়দের নিয়ে ঝামেলা কম হয়। মারাত্মক কঠিন পরিস্থিতি ও টেনশনের মধ্যে পড়তে হয় বাচ্চাদের নিয়ে।