রাগ
রাগ মানুষের স্বাভাবিক একটি আবেগ। এই আবেগকে ততক্ষন ভালো আবেগ বলা যাবে যতক্ষণ রাগ আপনার কন্ট্রোলে থাকবে। আপনার রাগ কে ব্যবহার করে কোন সমস্যার সমাধান করলে অবশ্যই সেটি ভালো। কিন্তু যদি রাগ আপনাকে বেপরোয়া করে দেয়, আপনার বা আপনার পাশের মানুষকে মানসিক বা শারীরিক ভাবে কষ্ট দেয় এবং পরে আপনি আপনার কৃতকর্মের জন্য অনুশোচনা করেন তাহলে এমন রাগ আসলেই ভালো নয়। রাগ যেহেতু নিয়ন্ত্রণ করা যায়, প্রত্যেক মানুষের দায়িত্ব তার রাগকে নিয়ন্ত্রণে রাখা।