হটমেইল (HOTMAIL) এবং ওয়েব মেইল (WEBMAIL) কাকে বলে?

হটমেইল (HOTMAIL) কাকে বলে?


হটমেইল (HOTMAIL) হচ্ছে একটি ই-মেইল সেবাপ্রদানকারী ওয়েবসাইট। ১৯৯৬ সালে সাবীর ভাটিয়া এবং জ্যাক স্মিথ মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়াতে হটমেইল নামে একটি ওয়েবমেইল চালু করেন। মাইক্রোসফট ১৯৯৭ সালে প্রায় ৪০ কোটি ডলারে এটি অধিগ্রহণ করে এবং হটমেইল নামে চালু করে।

HOTMAIL

এটি ৩৬টি ভাষায় পাওয়া যায়। ২০১৩ সালে হটমেইলকে আউটলুক.কম দ্বারা প্রতিস্থাপিত করা হয়। Sign up করার সময় গ্রাহক যেকোন একটি নাম পছন্দ করতে পারবেন (@outlook.com বা @hotmail.com)।

ওয়েব মেইল (WEBMAIL) কাকে বলে?


ওয়েব মেইল (WEBMAIL) হলো একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবা বা ওয়েব-ভিত্তিক ই-মেইল সিস্টেম যা আপনাকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রায় যেকোনো জায়গা থেকে আপনার ইমেল অ্যাক্সেস করতে এবং ব্যবহার করতে দেয়।

WEBMAIL

এটি এক ধরনের পরিষেবা, যা নির্দিষ্ট কোম্পানি এবং আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) দ্বারা প্রদান করা হয়। ওয়েবমেইল প্রদানকারীদের উদাহরণ হল IONOS by 1&1, AOL Mail, Gmail, GMX Mail, Mailfence, Outlook.com/Hotmail.com, Yahoo! মেল এবং আইসওয়ার্প মেল সার্ভার।