সাইবার ক্রাইম (cyber crime) প্রতিরোধের উপায় কি কি?

ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত সকল ধরনের অপরাধই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত। মূলত, সাইবার ক্রাইম হচ্ছে এমন একটি অপরাধ, যাতে প্রধানত কম্পিউটার বা অন্য কোন ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহৃত হয় এবং অপরাধীরা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বব্যাপী অপরাধগুলো করে থাকে।

সাইবার ক্রাইম (cyber crime) প্রতিরোধের উপায় সমূহ:


১. ইন্টারনেটে কোনো ধরণের অবিস্বস্ত ওয়েবসাইট থেকে কোনো রকমের ফাইল ডাউনলোড করবেন না।
২. আপনি যে বিষয় সম্পর্কে জানেন না অর্থাৎ, অজানা উৎস থেকে কখনও কিছু ডাউনলোড করবেন না।
৩. যদি আপনি একটি android mobile ব্যবহার করে থাকেন, তাহলে কেবলমাত্র Google play store থেকেই apps download করবেন।
৪. অবিস্বস্ত ওয়েবসাইট, apps এবং social profile গুলিতে নিজের মোবাইল নাম্বার এবং কোনো ধরণের তথ্য দিবেন না।
৫. কোনও ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আপনি বৈধ ওয়েবসাইটে রয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখুন।
৬. আপনার ইমেইল একাউন্টে আশা যেকোনো রকমের পুরস্কার, উপহার বা লটারির ইমেইল গুলিকে সাথে সাথে ডিলিট করে দিবেন। এই ধরণের ইমেইল আপনাকে লোভ দেখিয়ে ঠকানোর জন্য পাঠানো হয়।
৭. আপনার সামাজিক মিডিয়া সঠিকভাবে পরিচালনা করুন অর্থাৎ, আপনার সকল তথ্য যেন হ্যাকাররা না পায় সেজন্য কিছু তথ্য প্রাইভেসি রাখুন।
৮. নিজের মোবাইল বা কম্পিউটার অন্য ব্যাক্তিকে ব্যবহার করতে দিলে, আপনি অবশ্যই তার উপর নজর রাখবেন। অনেক বেশি সময়ের জন্য আপনার device কাউকে ব্যবহার করতে দিবেন না।
৯. ভিপিএন (VPN) ব্যতীত এনক্রিপ্ট না করা পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না।
১০. আপনার ডিভাইসটি বিক্রি করার আগে আপনার সংবেদনশীল অ্যাপ্লিকেশনগুলি এবং ফোনটিকে ফরম্যাট করে নিবেন। এতে, আপনার ব্যক্তিগত সব ধরণের তথ্য ডিলিট হয়ে যাবে।
১১. যেকোনো computer cafe, office computer বা public computer থেকে online banking বা banking transactions করবেন না।
১২. নিজের কম্পিউটার এবং wifi connection গুলিতে শক্তিশালী পাসওয়ার্ড অবশ্যই দিয়ে রাখবেন।
১৩. ব্যক্তিগত ফাইল এবং ছবি গুলিকে একটি external hard drive এ রাখার চেষ্টা করুন এবং external hard drive পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।
১৪. কম্পিউটার এবং মোবাইলে একটি ভালো antivirus এবং internet protector সফটওয়্যার অবশ্যই ব্যবহার করবেন।
১৫. নিজের social media account password, email account password এবং online banking password কিছু দিন পর পর পরিবর্তন করতে থাকবেন।
১৬. নিজের কম্পিউটারে অরিজিনাল OS (operating system) তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন।