ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২।

বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা-২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।

মোট জনসংখ্যা = ১৬,৫১,৫৮,৬১৬ জন।
মোট পুরুষের সংখ্যা = ৮,১৭,১২,৮২৪ জন।
মোট নারীর সংখ্যা = ৮,৩৩,৪৭,২০৬ জন।
মোট হিজড়ার সংখ্যা = ১২,৬২৯ জন।
মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা = ১৬,৫০,১৫৯ জন।
মোট জনসংখ্যার যত শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী = ০.৯৯%।
গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে = ২,১১,১৪,৯১৯ জন।
জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার = ১.২২%।
জনসংখ্যার ঘনত্ব = ১,১১৯ জন।
পুরুষ ও নারীর অনুপাত = ৯৮:১০০ জন।
মুসলমানের সংখ্যা = ৯১.০৪%।
সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা = ৭.৯৫%।
বৌদ্ধদের সংখ্যা = ০.৬১%।
খ্রিস্টানদের সংখ্যা = ০.৩০%।
অনান্য ধর্মাবলম্বীদের সংখ্যা = ০.১২%।
সাক্ষরতার হার = ৭৪.৬৬%।
প্রতিবন্ধীর সংখ্যা = ১.৪৩%।
পাঁচ বছরের ঊর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা = ৫৫.৮৯%।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা = ৩০.৬৮%।
মোট খানার সংখ্যা = ৪,১০,১০,০৫১।
খানা প্রতি জনসংখ্যা = ৪.০ জন।
বস্তিতে বসবাসকারী জনসংখ্যা = ১৮,০০,৪৮৬ জন।
ভাসমান জনসংখ্যা = ২২,১৮৫ জন।
বস্তি ও ভাসমান ব্যতীত অনান্য জনসংখ্যা = ১৬,৩৩,৩৫,৯৪৫ জন।